Maghi Purnima 2025 Lakshmi Puja Rituals: আজ মাঘী পূর্ণিমায় দেবী লক্ষ্মীকে দিন বিশেষ লাল ফুল! সন্ধ্যায় পান-আতপচাল দিয়ে ছোট্ট কাজেই ধনসম্পদের প্লাবন! অভাব কেটে উপচে পড়বে টাকা

Last Updated:
Maghi Purnima 2025 Lakshmi Puja Rituals: এই তিথিতে স্নান ও দান খুব পবিত্র৷ চাল, তিল এবং পাঁচরকম ফল দান করতে পারেন এই শুভ ক্ষণে৷ এই তিথিতে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীদেবীর পুজো করলে শুভ লাভ হবে
1/8
বুধবার পালিত হচ্ছে মাঘী পূর্ণিমা৷ এই তিথি অত্যন্ত পবিত্র ও পুণ্যদায়ী৷ এই শুভ তিথি ও মুহূর্তে পালনীয় একাধিক আচার ও আচরণ আছে৷ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি থাকবে রাত ৭টা ২৩ মিনিট পর্যন্ত। গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি শেষ হবে রাত ৭টা ৮ মিনিট ৪ সেকেন্ডে।
বুধবার পালিত হচ্ছে মাঘী পূর্ণিমা৷ এই তিথি অত্যন্ত পবিত্র ও পুণ্যদায়ী৷ এই শুভ তিথি ও মুহূর্তে পালনীয় একাধিক আচার ও আচরণ আছে৷ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি থাকবে রাত ৭টা ২৩ মিনিট পর্যন্ত। গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি শেষ হবে রাত ৭টা ৮ মিনিট ৪ সেকেন্ডে।
advertisement
2/8
এই তিথিতে স্নান ও দান খুব পবিত্র৷ চাল, তিল এবং পাঁচরকম ফল দান করতে পারেন এই শুভ ক্ষণে৷ এই তিথিতে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীদেবীর পুজো করলে শুভ লাভ হবে৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
এই তিথিতে স্নান ও দান খুব পবিত্র৷ চাল, তিল এবং পাঁচরকম ফল দান করতে পারেন এই শুভ ক্ষণে৷ এই তিথিতে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীদেবীর পুজো করলে শুভ লাভ হবে৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
3/8
বলা হয় যে বাড়িতে মাঘী পূর্ণিমায় লক্ষ্মীপুজো করা হয়, সেখানে তাঁর চিরকালীন আসীন স্থায়ী হয়৷ সংসারে অভাব বলে কিছু থাকে না। অনটন দূর হয়ে আসে আর্থিক সাচ্ছ্বন্দ্যের প্লাবন। উন্নতি হয় কর্মস্থানে।
বলা হয় যে বাড়িতে মাঘী পূর্ণিমায় লক্ষ্মীপুজো করা হয়, সেখানে তাঁর চিরকালীন আসীন স্থায়ী হয়৷ সংসারে অভাব বলে কিছু থাকে না। অনটন দূর হয়ে আসে আর্থিক সাচ্ছ্বন্দ্যের প্লাবন। উন্নতি হয় কর্মস্থানে।
advertisement
4/8
এদিন প্রভাতে বা প্রদোষে (নির্দিষ্ট সময়ে) শুদ্ধ বসন ও শুদ্ধ চিত্তে লক্ষ্মীপুজো করুন৷ লক্ষ্মীপুজোয় লাল বা হলুদ ফুল নিবেদন করুন৷ পারলে লালপদ্ম অবশ্যই অর্ঘ্যে সাজিয়ে দিন৷ পুজোর সামগ্রীতে রাখুন পান, সুপারি, ধান, দূর্বা৷ ভোগ প্রসাদে ফলের সঙ্গে দিন জাফরানের সুগন্ধি-সহ তৈরি পায়েস৷
এদিন প্রভাতে বা প্রদোষে (নির্দিষ্ট সময়ে) শুদ্ধ বসন ও শুদ্ধ চিত্তে লক্ষ্মীপুজো করুন৷ লক্ষ্মীপুজোয় লাল বা হলুদ ফুল নিবেদন করুন৷ পারলে লালপদ্ম অবশ্যই অর্ঘ্যে সাজিয়ে দিন৷ পুজোর সামগ্রীতে রাখুন পান, সুপারি, ধান, দূর্বা৷ ভোগ প্রসাদে ফলের সঙ্গে দিন জাফরানের সুগন্ধি-সহ তৈরি পায়েস৷
advertisement
5/8
বাড়ির কাছে অশ্বত্থ গাছ থাকলে সেখানে প্রদীপ প্রজ্বলন করুন। পুজো এবং প্রদক্ষিণ করুন। নিবেদন করুন ৫ রকম ফল বা মিষ্টি। পুজোর পর সেগুলি প্রসাদ হিসেবে বিতরণ করুন।
বাড়ির কাছে অশ্বত্থ গাছ থাকলে সেখানে প্রদীপ প্রজ্বলন করুন। পুজো এবং প্রদক্ষিণ করুন। নিবেদন করুন ৫ রকম ফল বা মিষ্টি। পুজোর পর সেগুলি প্রসাদ হিসেবে বিতরণ করুন।
advertisement
6/8
এদিন সন্ধ্যায় ঠাকুরঘরে দেবী লক্ষ্মীর সামনে প্রজ্বলন করুন ঘিয়ের প্রদীপ। দেখবেন সেটা যেন রাতভর প্রজ্বলিত থাকে। যত ক্ষণ পূর্ণিমা থাকবে, তত ক্ষণ এই প্রদীপ প্রজ্বলিত থাকবে।
এদিন সন্ধ্যায় ঠাকুরঘরে দেবী লক্ষ্মীর সামনে প্রজ্বলন করুন ঘিয়ের প্রদীপ। দেখবেন সেটা যেন রাতভর প্রজ্বলিত থাকে। যত ক্ষণ পূর্ণিমা থাকবে, তত ক্ষণ এই প্রদীপ প্রজ্বলিত থাকবে।
advertisement
7/8
লক্ষ্মীপুজোয় পিতল বা পাথরের বাসন ব্যবহার করুন। লোহা বা স্টিলের বাসন এই পুজোয় ব্যবহার করবেন না।
লক্ষ্মীপুজোয় পিতল বা পাথরের বাসন ব্যবহার করুন। লোহা বা স্টিলের বাসন এই পুজোয় ব্যবহার করবেন না।
advertisement
8/8
 নিখুঁত পান, সুপুরি, অখণ্ড আতপচাল এবং ১ টাকার মুদ্রায় সিঁদুর মাখিয়ে নিবেদন করুন মা লক্ষ্মীর পুজোয়। সন্ধ্যায় শুদ্ধ বসনে সন্ধ্যারতি করুন। তার পর ওই পান, সুপারি, অখণ্ড আতপচাল ও ১ টাকার মুদ্রা লাল শালুতে মুড়ে রাখুন চালের পাত্রে। কোনও দিন আপনার সংসারে অন্নাভাব হবে না। তবে এই কাজ করুন সকলের নজরের অন্তরালে।
নিখুঁত পান, সুপুরি, অখণ্ড আতপচাল এবং ১ টাকার মুদ্রায় সিঁদুর মাখিয়ে নিবেদন করুন মা লক্ষ্মীর পুজোয়। সন্ধ্যায় শুদ্ধ বসনে সন্ধ্যারতি করুন। তার পর ওই পান, সুপারি, অখণ্ড আতপচাল ও ১ টাকার মুদ্রা লাল শালুতে মুড়ে রাখুন চালের পাত্রে। কোনও দিন আপনার সংসারে অন্নাভাব হবে না। তবে এই কাজ করুন সকলের নজরের অন্তরালে।
advertisement
advertisement
advertisement