জ্যোতিষ এবং সনাতনী ঐতিহ্য-দু দিকেই মাঘী পূর্ণিমা গুরুত্বপূর্ণ।
মাঘী পূর্ণিমা তিথিতেই চন্দ্র প্রবেশ করে কর্কট রাশিতে।
তাই বলা হয় সূর্য ও চন্দ্রের সঙ্গে সম্পর্কিত কোনও সমস্যা আপনার ক্ষেত্রে থাকলে সেগুলি দূর হয় পবিত্র স্নানে।
মাঘ মাস একদিক থেকে ঋতু পরিবর্তনেরও মাস। এ সময় শীত ও গ্রীষ্মের মাঝে বসন্তের আগমন হয়।
মাঘী পূর্ণিমাকে গঙ্গাস্নান পূর্ণিমাও বলা হয়। এই তিথি পুষ্যা নক্ষত্রের হলে তা আরও পুণ্য ও পবিত্রের।
...