Durga Puja 2024: এবারের পুজোয় কেন এত দুর্যোগ-দুর্ভোগ? কীসে চেপে দেবী দুর্গার আগমন? কী ঘটতে চলেছে? জ্যোতিষীর ভয়ঙ্কর মন্তব্য
- Published by:Shubhagata Dey
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
Durga Puja 2024: দেবী দুর্গার আগমন ও প্রস্থান কীসে হবে, তা নির্ধারণ করা হয়। সোমবার বা রবিবার নবরাত্রি শুরু হলে দেবী দুর্গা হাতি বা গজের পিঠে চড়ে আসেন। মঙ্গলবার বা শনিবার হলে মা দুর্গার আগমন হয় ঘোটক বা ঘোড়ায়।
advertisement
*কথিত আছে, এতে দেবী প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন। নবরাত্রি উৎসব বছরে ৪ বার পালিত হয়। এর মধ্যে অন্যতম হল - শারদীয়া নবরাত্রি, চৈত্র নবরাত্রি এবং ২টি গুপ্ত নবরাত্রি। নবরাত্রির সময় ৯ দিন ধরে নবদুর্গার ৯টি রূপের আরাধনা করা হয়। একটি ধর্মীয় বিশ্বাস রয়েছে যে, নবরাত্রির সময়, মাতা জগৎজননী জগদম্বা ৯ দিন ধরে ভক্তদের মধ্যেই বিরাজ করেন। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
*এই সময় রীতি অনুযায়ী দেবীর আরাধনা করা হবে। তাই ঘট স্থাপন করার শুভ সময়ও ভোর ৬টা ১৪ মিনিট থেকে সকাল ৭টা ২১ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। অর্থাৎ ঘট স্থাপনের শুভ সময় থাকছে ১ ঘণ্টা ৬ মিনিট। অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩৩ মিনিট পর্যন্ত। শুধু তা-ই নয়, এবার পালকি বা দোলায় চড়ে আসছেন দেবী দুর্গা। যার প্রভাব পড়বে দেশ ও বিশ্বে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*পণ্ডিত কল্কি রাম ব্যাখ্যা করেন, দিন অনুসারে দেবী দুর্গার আগমন ও প্রস্থান কীসে হবে, তা নির্ধারণ করা হয়। সোমবার বা রবিবার নবরাত্রি শুরু হলে দেবী দুর্গা হাতি বা গজের পিঠে চড়ে আসেন। মঙ্গলবার বা শনিবার হলে মা দুর্গার আগমন হয় ঘোটক বা ঘোড়ায়। শুক্রবার কিংবা বৃহস্পতিবার মা দুর্গার আগমন হয় পালকি বা দোলায়। আর বুধবার মা দুর্গার আগমন হয় নৌকায়। এই বছর বৃহস্পতিবার ঘট স্থাপন অনুষ্ঠিত হচ্ছে। সেই অনুযায়ী মা দুর্গার আগমন ঘটছে পালকি বা দোলায়, যা শুভ নয় বলে ধরা হয়। সংগৃহীত ছবি।


