Lunar Eclipse On Zodiac: সাবধান! আজ ভুলেও করবেন না এই কাজগুলি! শতাব্দীর শেষ ও দীর্ঘতম চন্দ্রগ্রহণে সতর্ক থাকুন এই রাশিরা...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Lunar Eclipse On Zodiac: ভারতীয় সময় দুপুর ১.৩০ টা নাগাদ চন্দ্রগ্রহণ দেখা যাবে। যার ফলে দিনের আলোতে চন্দ্রগ্রহণ খুব একটা ভালো ভাবে দেখা যাবে না বলেই অনুমান করা হচ্ছে।
#কলকাতা: আজ অর্থাৎ শুক্রবার হতে চলেছে এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)। এই চন্দ্রগ্রহণে চাঁদের ৯৭ শতাংশ ঢাকা পড়বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, এই আংশিক গ্রহণের সময় সবথেকে ভালোভাবে সাক্ষী থাকতে পারবে উত্তর আমেরিকার মানুষ। তবে নিরাশ হবে না ভারতবাসীও। কোন কোন জায়গা থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ? কাদের জন্য ভালো সময় আনবে এই গ্রহণ কাদের থাকতে হবে সতর্ক? জানুন।
advertisement
সূত্রের খবর, ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড ধরে চলবে এই গ্রহণ। ২০০১ থেকে ২১০০- এই একশো বছরে দৃশ্যমান ২২৮ টি চন্দ্রগ্রহণের মধ্যে এটিই হতে চলেছে সবথেকে দীর্ঘতম চন্দ্রগ্রহণ। যার ফলে মাসে কখনও দুবার কিংবা তিনবার করেও এই দৃশ্য দেখা যেতে পারে। এই সময় প্রায় রক্তের মতো লাল হয়ে যাবে চাঁদের রং, যাকে ‘ব্লাড মুন’ বা ‘বিভার মুন’ বলা হয়।
advertisement
advertisement
কিছু নিয়ম মেনে চলা আবশ্যিক এই সময়। জেনে নিন- গ্রহণের সময় খাওয়া-দাওয়া করা, ঘুমানো, নখ কাটা উচিৎ নয়। গ্রহণ ছেড়ে গেলে ওই কাপড়েই গঙ্গা স্নান সেরে খাবার খাওয়া উচিৎ। এই সময় আচার, মোরব্বা, দুধ, দই জাতীয় খাবারে তুলসী পাতা দিয়ে রাখতে হয়। বিশেষত এই সময় গর্ভবতী মহিলাদের কিছু খাওয়া কিংবা সবজি কাটা উচিৎ নয়। আবার, বয়স্ক এবং বাচ্চাদেরও বাইরে বেরনো উচিৎ নয়।
advertisement
advertisement
advertisement