Lucky Zodiac on 28th April: আর মাত্র কয়েক ঘণ্টা, কাটিয়ে দিতে পারলেই ২৮ এপ্রিল থেকে কপাল খুলবে এই ৫ রাশির! টাকার বৃষ্টিতে ভাসবে সবাই
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Lucky Zodiac on 28th April: ২৮ এপ্রিল ২০২৫ তারিখে, ৫ রাশির জাতক-জাতিকারা বিশেষ ভাগ্যবান থাকবেন। এই দিন মহাদেবের আশীর্বাদে তারা ক্যারিয়ার এবং আর্থিক দিক থেকে বড় সাফল্য এবং সমৃদ্ধি লাভ করবেন। শুভ জ্যোতিষ প্রভাবের কারণে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে...
অযোধ্যার জ্যোতিষ বিশেষজ্ঞ কল্কী রাম বলেছেন, ২৮ এপ্রিল সোমবার, এক বিরল রাজযোগের সৃষ্টি হতে চলেছে। এই দিনে চন্দ্র দেব মেষ রাশিতে সূর্যের সঙ্গে যুগ্মভাবে গোচর করবেন। এদিন বৈশাখ মাসের শুক্ল পক্ষের প্রতিপদী তিথি পড়েছে। চন্দ্র মেষ রাশিতে অবস্থান করায় এবং মঙ্গল ও চন্দ্রের মধ্যে রাশি পরিবর্তন যোগ হওয়ার কারণে মঙ্গলের নিচভঙ্গ যোগও তৈরি হবে। অন্যদিকে, মীন রাশিতে বুধ ও শুক্রের যুগ্ম অবস্থান লক্ষ্মী-নারায়ণ যোগ সৃষ্টি করছে। একই সঙ্গে ভরণী নক্ষত্র ও আয়ুষ্মান যোগও তৈরি হবে। গুরু ও শনি দেবতার নক্ষত্র পরিবর্তনের সাথে এই দিনটি বিশেষ শুভ হবে।
advertisement
২৮ এপ্রিল সোমবার, বৈশাখ মাসের শুক্ল পক্ষের প্রতিপদী তিথিতে গ্রহের রাজা চন্দ্র এবং দেবতা হিসেবে শিবজির আশীর্বাদ থাকবে। চন্দ্র-সূর্য যুগ্মভাবে মেষ রাশিতে অবস্থান করবে, যা বিশেষ শুভ ফলদায়ক। চন্দ্র ও মঙ্গলের রাশি পরিবর্তন যোগের ফলে রাজযোগ সৃষ্টি হবে। লক্ষ্মী-নারায়ণ যোগ, আয়ুষ্মান যোগ এবং ভরণী নক্ষত্রের সমন্বয়ে দিনটি অত্যন্ত সৌভাগ্যসূচক হবে। শনি ও গুরু দুজনেরই নক্ষত্র পরিবর্তনের কারণে বিশেষ ফল মিলবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মীন রাশি: মীন রাশির জাতকদের জন্য সোমবারটি ভাগ্যশালী। আর্থিক সমস্যা দূর হবে এবং প্রচেষ্টা অনুযায়ী ফল মিলবে। রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত জাতকরা বিশেষ সাফল্য পাবেন। মিষ্টভাষিতা উপকারে আসবে। পড়াশোনায় অগ্রগতি হবে এবং পারিবারিক পরিবেশ আনন্দময় হবে। প্রেমিক বা প্রেমিকা থেকে উপহার পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
advertisement











