কুবেরের প্রিয় এই রাশিদের জীবন কাটে ধন,সম্পদ আর বিলাসিতায়! টাকায় ভরে ওঠে ঘর! কাদের উপর সবসময় আশীর্বাদ থাকে ধনদেবতার?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বৈদিক জ্যোতিষে ধন,সমৃদ্ধি এবং ঐশ্বর্যের দেবতা হিসাবে ধরা হয় কুবেরকে। লোকবিশ্বাস, কুবেরের আশীর্বাদ মিললে টাকায় ভরে ওঠে ঘর। শুধুই যে ধনপ্রাপ্তি তা নয়, বরং সেই ব্যক্তির সম্মানে বাড়ে, সমাজে প্রভাব প্রতিপত্তিও বাড়ে । প্রভাবশীল হয়ে ওঠেন তিনি।
advertisement
advertisement
বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকারা শান্ত, স্থিতিশীল হন। এই রাশির অধিপতি গ্রহ হল শুক্র। যা সম্পদ, সৌন্দর্য এবং বস্তুগত সুখের প্রতিনিধিত্ব করে। বৃষ রাশি কুবেরের খুব প্রিয়। এই রাশির জাতক ও জাতিকাদের বোধবুদ্ধি দুর্দান্ত। অর্থকড়ির ব্যাপারে সহজে বোকা বানাতে পারবেন না। তাঁরা কেবল অর্থ উপার্জন করতেই জানেন না, বরং কীভাবে তা সঞ্চয় করতে এবং বাড়াতে হয়, সে ব্যাপারেও দক্ষ। ব্যবসা, রিয়েল এস্টেট, ব্যাঙ্কিং বা বিলাস সংক্রান্ত পণ্যের ব্যবসায় সাফল্য লাভ করেন। কুবেরের আশীর্বাদে বৃষ রাশির জাতকদের অর্থ ভাণ্ডার ভরা থাকে। তাঁরা অপ্রত্যাশিত লাভ পান। আরামদায়ক, বিলাসবহুল জীবন কাটে।
advertisement
কর্কট রাশি: এই রাশির জাতকরা আবেগপ্রবণ, সংবেদনশীল এবং পরিবার-প্রেমী হন। এই রাশি কুবেরের প্রিয়। তাঁদের কখনও অর্থের অভাব হয় না। পরিবারের জন্য ব্যয় করতে ভালোবাসেন। এই রাশির জাতকরা সামাজিক মর্যাদা অর্জন করেন। সমাজসেবা এবং পরোপকার করেন। উপার্জন করেন বুদ্ধি খাটিয়ে। তাঁদের প্রবল আত্মসম্মানবোধ। কুবেরের আশীর্বাদে আর্থিক অবস্থা শক্তিশালী হয়। বিরাট উন্নতি করেন।
advertisement
তুলা রাশি: কুবেরের কাছের এই রাশি। জাতক ও জাতিকাদের দারুণ বুদ্ধি। কঠোর পরিশ্রম করেন। আর দুহাত ভরে অর্থ আয় করেন। ব্যক্তিত্বের কারণে ধনসম্পদ চুম্বকের মতো চলে আসে। চেষ্টা করলে অনায়াসে ধনী হন এই রাশির জাতকরা। শিল্পকলা, ফ্যাশন, আইন সংক্রান্ত কাজে হন সফল। কুবেরের আশীর্বাদে তাঁদের আয়ের উৎস বাড়তে থাকে। বিলাসী এবং আরামদায়ক জীবনযাপন করেন।
advertisement
ধনু রাশি: এই রাশির জাতকরা সাহসী, দূরদর্শী এবং ধার্মিক প্রকৃতির হন। বৃহস্পতির প্রভাবে তাঁরা বুদ্ধিমান হন। সেই সঙ্গে থাকে প্রচণ্ড আত্মবিশ্বাস। কুবেরের আশীর্বাদে জীবনে টাকাপয়সার অভাব হয় না। কঠোর পরিশ্রম ফলপ্রসূ হয়। সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা প্রচুর সম্পদ অর্জন করেন। প্রচুর সম্পদের উত্তরাধিকারী হন। খালি যে টাকা কামাচ্ছেন তা নয়, সেটা সঠিকভাবে সঞ্চয়ও করতে পারেন। তাঁরা বিলাসবৈভবে জীবন কাটাতে চান।
advertisement