Shiva Linga Norms: বাড়িতে শিবলিঙ্গ আছে? রাখেন কোন দিকে...এই নিয়মগুলো মানেন তো? নাহলে কিন্তু ক্ষতি অবধারিত
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কোন কোন জিনিস মাথায় রাখা উচিত? বাড়ির কোন দিকে শিবলিঙ্গ রাখা বেশি শুভ? কীসের উপরে শিবলিঙ্গ রাখা উচিত? রয়েছে প্রসাদ সংক্রান্ত নিয়মও৷ উন্নাও পণ্ডিতের জ্যোতিষী ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী আমাদের জানাচ্ছেন যাবতীয় তথ্য৷
প্রতিটি বাঙালি গৃহস্থ বাড়িতেই আমরা অন্যান্য দেব দেবীর সঙ্গে মহাদেবের ছবিও ঠাকুরঘরে রেখে থাকি৷ তবে অনেকেই বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করেও পূজো করে থাকি৷ অনেকের বাড়িতে আবার একাধিক শিবলিঙ্গ রেখে থাকেন৷ কিন্তু, আমরা অনেকেই জানি না যে, বাড়িতে শুধু শিবলিঙ্গ রাখলেই হয় না, মনে রাখতে হয় আরও নানা নিয়ম৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কোনও পাত্র ছাড়া দুধ দেওয়া থেকে বিরত থাকুন৷ কিছু লোক কোনও পাত্র ছাড়াই দোকান থেকে সরাসরি ভগবান শিবের কাছে প্যাকেটজাত বা অন্যান্য দুধ নিবেদন করে থাকেন৷ এটি করাও উচিত নয়। দুধ দেওয়ার সময় আরেকটা কথা মাথায় রাখবেন দুধ যেন সম্পূর্ণ ঠান্ডা হয়। এছাড়া, শিবের অভিষেক শুধুমাত্র গরুর দুধ দিয়ে করতে হবে।
advertisement
কোনও পাত্র ছাড়া দুধ দেওয়া থেকে বিরত থাকুন৷ কিছু লোক কোনও পাত্র ছাড়াই দোকান থেকে সরাসরি ভগবান শিবের কাছে প্যাকেটজাত বা অন্যান্য দুধ নিবেদন করে থাকেন৷ এটি করাও উচিত নয়। দুধ দেওয়ার সময় আরেকটা কথা মাথায় রাখবেন দুধ যেন সম্পূর্ণ ঠান্ডা হয়। এছাড়া, শিবের অভিষেক শুধুমাত্র গরুর দুধ দিয়ে করতে হবে।
advertisement
শিবলিঙ্গকে একা রাখা থেকে বিরত থাকুন৷ বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করার সময় মনে রাখবেন, শিবলিঙ্গকে কখনও একা রাখবেন না। এর পাশাপাশি মা পার্বতী ও গণেশের মূর্তিও রাখুন। এ ছাড়া, ভুল করেও শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা উচিত নয়, শিবলিঙ্গে সর্বদা শুধু বেলপত্র নিবেদন করা উচিত। বেলপত্রকে খুবই শুভ বলে মনে করা হয়।
advertisement
advertisement