advertisement

আসছে কৌশিকী অমাবস্যা! পুণ্যতিথিতে এই ছোট্ট কাজে অভাব দূর হয়ে পাবেন ধনবর্ষা! দুঃখ মুছে আসবে সর্বসুখ! জানুন দিনক্ষণ

Last Updated:
Kaushiki Amavasya Date Time Rituals 2025: অন্যান্য অমাবস্যার থেকে কেন এত বেশি গুরুত্বপূর্ণ এই ভাদ্র মাসের অমাবস্যা! কী জানাচ্ছেন মন্দিরের সেবায়েত
1/5
চলতি বছর ২০২৫ সালের ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা পালিত হবে ৫ ভাদ্র, অর্থাৎ শুক্রবার, যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী সামনের মাসের ২২ অগাস্ট। অমাবস্যা তিথি শুরু হবে ৫ ভাদ্র, শুক্রবার সকাল ১১টা ৫৫ মিনিটে এবং শেষ হবে ৬ ভাদ্র, শনিবার সকাল ১১টা ২৪ মিনিটে। আর এই আমাবস্যা উপলক্ষে প্রত্যেকটি কালী মন্দির থেকে শুরু করে বিশেষ করে তারাপীঠের মা তারা মন্দিরে লক্ষ লক্ষ পর্যটকদের সমাগম ঘটে। তবে কী মাহাত্ম্য রয়েছে এই অমাবস্যার?
চলতি বছর ২০২৫ সালের ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা পালিত হবে ৫ ভাদ্র, অর্থাৎ শুক্রবার, যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী সামনের মাসের ২২ অগাস্ট। অমাবস্যা তিথি শুরু হবে ৫ ভাদ্র, শুক্রবার সকাল ১১টা ৫৫ মিনিটে এবং শেষ হবে ৬ ভাদ্র, শনিবার সকাল ১১টা ২৪ মিনিটে। আর এই আমাবস্যা উপলক্ষে প্রত্যেকটি কালী মন্দির থেকে শুরু করে বিশেষ করে তারাপীঠের মা তারা মন্দিরে লক্ষ লক্ষ পর্যটকদের সমাগম ঘটে। তবে কী মাহাত্ম্য রয়েছে এই অমাবস্যার?
advertisement
2/5
কৌশিকী অমাবস্যা হল অশুভ শক্তি বিনাশের এক বিশেষ এবং গুরুত্তপূর্ণ তিথি। এই দিনে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করলে দেবীর অশেষ কৃপা লাভ করা যায় বলে মনে করা হয়। এই দিন মা তারার কাছে কোনও মনস্কামনা করলে সেই মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস। তারাপীঠে সাধক বামাক্ষ্যাপা কৌশিকী অমাবস্যাতেই সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন বলে প্রচলিত বিশ্বাস। কৌশিকী অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিন্দুধর্মের মানুষের কাছে।
কৌশিকী অমাবস্যা হল অশুভ শক্তি বিনাশের এক বিশেষ এবং গুরুত্তপূর্ণ তিথি। এই দিনে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করলে দেবীর অশেষ কৃপা লাভ করা যায় বলে মনে করা হয়। এই দিন মা তারার কাছে কোনও মনস্কামনা করলে সেই মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস। তারাপীঠে সাধক বামাক্ষ্যাপা কৌশিকী অমাবস্যাতেই সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন বলে প্রচলিত বিশ্বাস। কৌশিকী অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিন্দুধর্মের মানুষের কাছে।
advertisement
3/5
তারাপীঠ মন্দিরের এক সেবায়েত গোলক মহারাজ তিনি জানান তন্ত্রমতে এবং শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ ৷ কারণ অনেক কঠিন ও গুহ্য সাধনায় এই দিনে আশাতীত ফল মেলে ৷ এই দিন সাধকরা কুন্ডলিনী চক্রকে জয় করেন ৷ বৌদ্ধ ও হিন্দুতন্ত্রে এই দিনের এক বিশেষ মহাত্ম্য আছে, তন্ত্রমতে এই রাতকে তারারাত্রি বলা হয় ৷
তারাপীঠ মন্দিরের এক সেবায়েত গোলক মহারাজ তিনি জানান তন্ত্রমতে এবং শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ ৷ কারণ অনেক কঠিন ও গুহ্য সাধনায় এই দিনে আশাতীত ফল মেলে ৷ এই দিন সাধকরা কুন্ডলিনী চক্রকে জয় করেন ৷ বৌদ্ধ ও হিন্দুতন্ত্রে এই দিনের এক বিশেষ মহাত্ম্য আছে, তন্ত্রমতে এই রাতকে তারারাত্রি বলা হয় ৷
advertisement
4/5
এই রাতের একটি বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের মাঝের দুয়ার উন্মুক্ত হয়, সেই সময় সাধক নিজের ইচ্ছা মতো ধ্বনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করেন, ও সিদ্ধি লাভ করে। আর সেই কারণেই এই অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে বিশেষ হোমযজ্ঞ চলে।
এই রাতের একটি বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের মাঝের দুয়ার উন্মুক্ত হয়, সেই সময় সাধক নিজের ইচ্ছা মতো ধ্বনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করেন, ও সিদ্ধি লাভ করে। আর সেই কারণেই এই অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে বিশেষ হোমযজ্ঞ চলে।
advertisement
5/5
সনাতন ধর্মে বিশ্বাস করা হয়, কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ পুজো ও রীতি মেনে দ্বারকা নদীতে স্নান করলে মোক্ষলাভ করা সম্ভব হয়। এমনকি কুম্ভমেলায় সিদ্ধিলাভের সমান পুণ্য পাওয়া যায়। এই মনে করেই তন্ত্র-সাধনার মাধ্যমে জীবনে সব সঙ্কট কাটাতে ও পাপ থেকে মুক্তি পেতে এই অমাবস্যায় লক্ষাধিক ভক্ত তারাপীঠ মন্দিরে ভিড় করেন।
সনাতন ধর্মে বিশ্বাস করা হয়, কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ পুজো ও রীতি মেনে দ্বারকা নদীতে স্নান করলে মোক্ষলাভ করা সম্ভব হয়। এমনকি কুম্ভমেলায় সিদ্ধিলাভের সমান পুণ্য পাওয়া যায়। এই মনে করেই তন্ত্র-সাধনার মাধ্যমে জীবনে সব সঙ্কট কাটাতে ও পাপ থেকে মুক্তি পেতে এই অমাবস্যায় লক্ষাধিক ভক্ত তারাপীঠ মন্দিরে ভিড় করেন।
advertisement
advertisement
advertisement