Archive : ১২ ভাষার এক হাজার সংবাদপত্রে গড়ে উঠল ব্যতিক্রমী আর্কাইভ! বাড়িতেই অভিনব সংগ্রহশালা এই ব্যক্তির
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Museum : ব্রিটিশ আমল থেকে বর্তমান যুগের সংবাদপত্র। ভারতের বিভিন্ন রাজ্যের প্রায় ১২ টি ভাষার এক হাজারের বেশি সংবাদপত্র সংগ্রহ করে আস্ত একটি সংগ্রহশালা করেছেন মালদহের এক গ্রন্থাগারিক সুবীর কুমার সাহা।
advertisement
advertisement
advertisement
advertisement
তিনি আরও জানান, "জেলার স্থানীয় সংবাদ থেকে দেশের বিভিন্ন রাজ্যের প্রায় ১২ টি ভাষার সংবাদপত্র সংগ্রহে রয়েছে। ব্রিটিশ আমলের ১৯৩৭ সালের স্থানীয় সংবাদপত্র মালদহ সমাচার থেকে বর্তমান যুগের সংবাদপত্র সংগ্রহে রয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে কয়েক দশক পুরনো থেকে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর খবরের কাগজ রয়েছে। আগামীতে এই সংবাদপত্র সংগ্রহ করে গেজেটিয়ার করার স্বপ্ন রয়েছে তাঁর।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)









