advertisement

Archive : ১২ ভাষার এক হাজার সংবাদপত্রে গড়ে উঠল ব্যতিক্রমী আর্কাইভ! বাড়িতেই অভিনব সংগ্রহশালা এই ব্যক্তির

Last Updated:
Museum : ব্রিটিশ আমল থেকে বর্তমান যুগের সংবাদপত্র। ভারতের বিভিন্ন রাজ্যের প্রায় ১২ টি ভাষার এক হাজারের বেশি সংবাদপত্র সংগ্রহ করে আস্ত একটি সংগ্রহশালা করেছেন মালদহের এক গ্রন্থাগারিক সুবীর কুমার সাহা।
1/5
সকালে বাড়িতে চায়ের সাথে হোক কিংবা চায়ের দোকানে আড্ডায়। আজও একই প্রথায় খবরের কাগজ ব্যবহার হয়ে আসছে। ঘটনা, বিনোদন, রাজনীতি থেকে অর্থনীতি বিভিন্ন সংবাদের লিখিত দলিল এই সংবাদপত্র।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
সকালে বাড়িতে চায়ের সাথে হোক কিংবা চায়ের দোকানে আড্ডায়। আজও একই প্রথায় খবরের কাগজ ব্যবহার হয়ে আসছে। ঘটনা, বিনোদন, রাজনীতি থেকে অর্থনীতি বিভিন্ন সংবাদের লিখিত দলিল এই সংবাদপত্র। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা দেয় ব্যবহারের পর এই সংবাদপত্রের অপ্রয়োজনীয়তা। ব্যবহার ফুরোলেই এক টুকরো কাগজ আকারে পরিচিত পাই সংবাদপত্র‌। তবে অপ্রয়োজনীয় সংবাদপত্র সংগ্রহ করে আস্ত একটি সংগ্রহশালা তৈরি করেছেন মালদহের এক গ্রন্থাগারিক।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা দেয় ব্যবহারের পর এই সংবাদপত্রের অপ্রয়োজনীয়তা। ব্যবহার ফুরোলেই এক টুকরো কাগজ আকারে পরিচিত পাই সংবাদপত্র‌। তবে অপ্রয়োজনীয় সংবাদপত্র সংগ্রহ করে আস্ত একটি সংগ্রহশালা তৈরি করেছেন মালদহের এক গ্রন্থাগারিক।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
ব্রিটিশ আমল থেকে বর্তমান যুগের সংবাদপত্র। ভারতের বিভিন্ন রাজ্যের প্রায় ১২ টি ভাষার এক হাজারের বেশি সংবাদপত্র সংগ্রহ করে আস্ত একটি সংগ্রহশালা করেছেন মালদহের এক গ্রন্থাগারিক সুবীর কুমার সাহা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
ব্রিটিশ আমল থেকে বর্তমান যুগের সংবাদপত্র। ভারতের বিভিন্ন রাজ্যের প্রায় ১২টি ভাষার এক হাজারের বেশি সংবাদপত্র সংগ্রহ করে আস্ত একটি সংগ্রহশালা করেছেন মালদহের এক গ্রন্থাগারিক সুবীর কুমার সাহা। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
গ্রন্থাগারিক সুবীর কুমার সাহা জানান,
গ্রন্থাগারিক সুবীর কুমার সাহা জানান, "ছোটবেলা থেকেই পুরনো জিনিস সংগ্রহ করার শখ তাঁর। এক সময় বাবা সংগ্রহ করে রাখতেন। সংগ্রহের নেশা থেকেই আজ প্রায় এক হাজার সংবাদপত্র সংগ্রহে রেখেছেন।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
তিনি আরও জানান,
তিনি আরও জানান, "জেলার স্থানীয় সংবাদ থেকে দেশের বিভিন্ন রাজ্যের প্রায় ১২ টি ভাষার সংবাদপত্র সংগ্রহে রয়েছে। ব্রিটিশ আমলের ১৯৩৭ সালের স্থানীয় সংবাদপত্র মালদহ সমাচার থেকে বর্তমান যুগের সংবাদপত্র সংগ্রহে রয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে কয়েক দশক পুরনো থেকে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর খবরের কাগজ রয়েছে। আগামীতে এই সংবাদপত্র সংগ্রহ করে গেজেটিয়ার করার স্বপ্ন রয়েছে তাঁর।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement