Indian Railways: করোনার পর ফিরছে ট্রেন স্টপেজ, জগন্নাথ এক্সপ্রেস থামার চূড়ান্ত ঘোষণা, আরও একাধিক ট্রেনের স্টপেজ!
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
Indian Railways: শুধু জগন্নাথ এক্সপ্রেস নয়, হাওড়া জলেশ্বর প্যাসেঞ্জার ট্রেন এবার থেকে দাঁড়াবে আন্দুল স্টেশনে। এছাড়া একাধিক ট্রেনের স্টপেজ বাড়ান হয়েছে।
খড়গপুর, রঞ্জন চন্দ: দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখায় একাধিক ট্রেন সামনে বিভিন্ন স্টেশনে। বিভিন্ন দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি মেমু এক্সপ্রেসের স্টপেজ মিলছে এবার। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রেলের তরফে মিলল চূড়ান্ত সবুজ সংকেত। আগামী ৩১ জানুয়ারি থেকে দাঁতন স্টেশনে ফের স্টপেজ দিতে শুরু করবে হাওড়া-পুরী জগন্নাথ এক্সপ্রেস। মঙ্গলবার, ২৭ জানুয়ারি রেলের তরফে একটি নির্দেশিকা জারি করে এই নির্দিষ্ট দিনক্ষণ জানান হয়েছে। শুধু জগন্নাথ এক্সপ্রেস নয়, হাওড়া জলেশ্বর প্যাসেঞ্জার ট্রেন এবার থেকে দাঁড়াবে আন্দুল স্টেশনে। এছাড়া একাধিক ট্রেনের স্টপেজ বাড়ান হয়েছে।
প্রসঙ্গত ১২ জানুয়ারি রেল একটি প্রাথমিক নোটিশ দিয়ে দাঁতন স্টেশনে জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজের কথা জানালেও ঠিক কবে থেকে ট্রেনটি দাঁতনে দাঁড়াবে, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। নতুন এই ঘোষণায় খুশির মেজাজ দাঁতন জুড়ে। এছাড়াও খড়গপুর ডিভিশনের একাধিক স্টেশনে নতুন করে স্টপেজ মিলেছে একাধিক ট্রেনের।
দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, চারলাপল্লি শালিমার ট্রেনটি আপ ও ডাউন লাইনে দাঁড়াবে মেছেদা ও পাঁশকুড়া স্টেশনে। একইভাবে চক্রধরপুর হাওড়া ট্রেনটি থামবে ফুলেশ্বরেও।
advertisement
advertisement
প্রায় চার দশক ধরে জগন্নাথ এক্সপ্রেস দাঁতন স্টেশনে দাঁড়িয়েছে। কিন্তু অতিমারি করোনার সময় হঠাৎ করেই সেই স্টপেজ বন্ধ করে দেওয়া হয়েছিল। এর ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে পুরীগামী পর্যটক— সকলেই চরম সমস্যায় পড়েন। স্টপেজ পুনরায় চালুর দাবিতে বিগত কয়েক বছর ধরে সরব ছিলেন আপামর দাঁতনবাসী। দফায় দফায় আন্দোলন ও ডেপুটেশনের মাধ্যমে রেল কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছিল। এলাকাবাসীর বক্তব্য, এই সাফল্য তাঁদের দীর্ঘ লড়াই ও সংহতির জয়।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 29, 2026 3:15 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Indian Railways: করোনার পর ফিরছে ট্রেন স্টপেজ, জগন্নাথ এক্সপ্রেস থামার চূড়ান্ত ঘোষণা, আরও একাধিক ট্রেনের স্টপেজ!











