Kali Puja 2025 Date Time: ২০ নাকি ২১ অক্টোবর এ বছরের কালীপুজো...? কখন শুরু অমাবস্যা, কখন ছাড়বে? জানুন পুজোর তিথি ও শুভক্ষণ

Last Updated:
Kali Puja 2025 Date Time: অনেকের মতে, দীপাবলি এই বছর ২০ অক্টোবর। আবার কারও কারও কথায়, ২১ অক্টোবর কালীপুজো। আদতে ২০ না ২১? সঠিক কোনটি জানুন...
1/6
*আলোর উৎসব দীপাবলি সারা দেশেই মহাধুমধামে পালিত হয়। এই দিন মা কালী এবং দীপান্বিতা লক্ষ্মীর পুজো হয় বাঙালির ঘরে ঘরে। তবে এই বছর কালীপুজো বা দীপাবলির তারিখ নিয়ে সংশয় তৈরি হয়েছে। অনেকের মতে, দীপাবলি এই বছর ২০ অক্টোবর। আবার কারও কারও কথায়, ২১ অক্টোবর কালীপুজো। আদতে ২০ না ২১? সঠিক কোনটি জেনে জানুন...
*আলোর উৎসব দীপাবলি সারা দেশেই মহাধুমধামে পালিত হয়। এই দিন মা কালী এবং দীপান্বিতা লক্ষ্মীর পুজো হয় বাঙালির ঘরে ঘরে। তবে এই বছর কালীপুজো বা দীপাবলির তারিখ নিয়ে সংশয় তৈরি হয়েছে। অনেকের মতে, দীপাবলি এই বছর ২০ অক্টোবর। আবার কারও কারও কথায়, ২১ অক্টোবর কালীপুজো। আদতে ২০ না ২১? সঠিক কোনটি জানুন...
advertisement
2/6
*জ্যোতিষীর মতে, এই বছর বিভ্রান্তি আকস্মিক হয়নি। বরং গ্রহের গতিবিধির কারণেই দীপাবলির তারিখ নিয়ে এই বিভ্রান্তি তৈরি হয়েছে। এক জ্যোতিষীর দাবি, বিভ্রান্তির কারণ হল গ্রহের গোচর। তাঁর কথায়, বিভ্রান্তি আদতে তৈরি হয়েছে অমাবস্যা তিথি নিয়ে। এই তিথিটি এই বছর দুই তারিখেই পড়েছে।
*জ্যোতিষীর মতে, এই বছর বিভ্রান্তি আকস্মিক হয়নি। বরং গ্রহের গতিবিধির কারণেই দীপাবলির তারিখ নিয়ে এই বিভ্রান্তি তৈরি হয়েছে। এক জ্যোতিষীর দাবি, বিভ্রান্তির কারণ হল গ্রহের গোচর। তাঁর কথায়, বিভ্রান্তি আদতে তৈরি হয়েছে অমাবস্যা তিথি নিয়ে। এই তিথিটি এই বছর দুই তারিখেই পড়েছে।
advertisement
3/6
*এই বছর দিওয়ালি ২০ অক্টোবর না ২১ অক্টোবর, তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। কারণ উভয় দিনই অমাবস্যা তিথি পড়ছে। শাস্ত্র অনুসারে, প্রদোষমুক্ত অমাবস্যায় দিওয়ালি পালিত হয়। তাই, দিওয়ালি ২০ অক্টোবর পালিত হবে। এই দিনে লক্ষ্মী, গণেশ এবং কুবেরের পুজো করা উচিত।
*এই বছর দিওয়ালি ২০ অক্টোবর না ২১ অক্টোবর, তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। কারণ উভয় দিনই অমাবস্যা তিথি পড়ছে। শাস্ত্র অনুসারে, প্রদোষমুক্ত অমাবস্যায় দিওয়ালি পালিত হয়। তাই, দিওয়ালি ২০ অক্টোবর পালিত হবে। এই দিনে লক্ষ্মী, গণেশ এবং কুবেরের পুজো করা উচিত।
advertisement
4/6
*অমাবস্যা তিথিই কালীপুজো ও দীপাবলির একমাত্র তিথি। এই তিথি মেনেই কালীপুজো ও দীপাবলি পালন করা হয়। এই বছর অমাবস্যা তিথি ২০ অক্টোবর বিকাল ৩:৪৪ মিনিটে শুরু হবে এবং ২১ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল ৫:৫৪ মিনিটে শেষ হবে।
*অমাবস্যা তিথিই কালীপুজো ও দীপাবলির একমাত্র তিথি। এই তিথি মেনেই কালীপুজো ও দীপাবলি পালন করা হয়। এই বছর অমাবস্যা তিথি ২০ অক্টোবর বিকাল ৩:৪৪ মিনিটে শুরু হবে এবং ২১ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল ৫:৫৪ মিনিটে শেষ হবে।
advertisement
5/6
*কালীপুজো বা দীপান্বিতা লক্ষ্মীর পুজোর তিথি ক্ষণঃ দৃক পঞ্চং মতে, দীপান্বিতা লক্ষ্মীর পুজো সোমবার, ২০ অক্টোবর, ২০২৫। পুজোর মুহুর্ত-সন্ধ্যা ০৭:০৮ মিনিট থেকে রাত ০৮:১৮, সময়কাল: ১ ঘন্টা ১১ মিনিট। প্রদোষ কাল-সন্ধ্যা ০৫:৪৬ থেকে রাত ০৮:১৮ মিনিট পর্যন্ত। বৃষভ কাল-সন্ধ্যা ০৭:০৮ থেকে রাত ৯:০৩ মিনিট পর্যন্ত।
*কালীপুজো বা দীপান্বিতা লক্ষ্মীর পুজোর তিথি ক্ষণঃ দৃক পঞ্চং মতে, দীপান্বিতা লক্ষ্মীর পুজো সোমবার, ২০ অক্টোবর, ২০২৫। পুজোর মুহুর্ত-সন্ধ্যা ০৭:০৮ মিনিট থেকে রাত ০৮:১৮, সময়কাল: ১ ঘন্টা ১১ মিনিট। প্রদোষ কাল-সন্ধ্যা ০৫:৪৬ থেকে রাত ০৮:১৮ মিনিট পর্যন্ত। বৃষভ কাল-সন্ধ্যা ০৭:০৮ থেকে রাত ৯:০৩ মিনিট পর্যন্ত।
advertisement
6/6
*জ্যোতিষীর মতে, যেসব শহরে ৫:৩০ মিনিট বা তার আগে সূর্যাস্ত হয়, সেসব শহরে ২১ অক্টোবর দীপাবলি উদযাপন করা উচিত। যেসব শহরে ৫:৩০ মিনিটের পরে সূর্যাস্ত হয়, সেসব শহরে ২০ অক্টোবর উদযাপন করা উচিত। কালীপুজো যেহেতু মধ্যরাতে হয়, তাই ২০ অক্টোবর মধ্যরাতে অনুষ্ঠিত হবে।
*জ্যোতিষীর মতে, যেসব শহরে ৫:৩০ মিনিট বা তার আগে সূর্যাস্ত হয়, সেসব শহরে ২১ অক্টোবর দীপাবলি উদযাপন করা উচিত। যেসব শহরে ৫:৩০ মিনিটের পরে সূর্যাস্ত হয়, সেসব শহরে ২০ অক্টোবর উদযাপন করা উচিত। কালীপুজো যেহেতু মধ্যরাতে হয়, তাই ২০ অক্টোবর মধ্যরাতে অনুষ্ঠিত হবে।
advertisement
advertisement
advertisement