Kali Puja 2024: কালী পুজোর রাতে এই তিন কাজ করলে কী হয়? জানুন জ্যোতিষীর বিশেষ টোটকা! জীবন বদলে যাবে!

Last Updated:
Kali Puja 2024: কালী পুজোর রাতে এই তিন কাজ করতে ভুলবেন না! জ্যোতিষীর থেকে জেনে নিন কী ঘটতে পারে আপনার জীবনে!
1/5
দেবী কালীর পুজো করা হয় গোটা বাংলাতেই । তবে পুজোর দিন কিছু টোটকা মানলে ঘরে ফিরবে শান্তি। বিপদমুক্ত হবেন আপনি।পুরহিত তথা জ‍্যোতিষী মনোজ তিওয়ারী জানালেন কিছু টোটকা।
দেবী কালীর পুজো করা হয় গোটা বাংলাতেই । তবে পুজোর দিন কিছু টোটকা মানলে ঘরে ফিরবে শান্তি। বিপদমুক্ত হবেন আপনি।পুরহিত তথা জ‍্যোতিষী মনোজ তিওয়ারী জানালেন কিছু টোটকা।
advertisement
2/5
বাঙালির কাছে কালী শক্তির দেবী রূপে পূজিত হয়ে আসছেন।দেবী কালীর অপর নাম শ্যামা বা আদ্যাশক্তি। মনোজ তিওয়ারী জানান,"দেবী কালী হলেন দুর্গা বা পার্বতীর অপর ভয়াল রূপ।  অশুভ শক্তি’র বিনাশ কর জগতে আলো ফিরিয়ে দেন তিনি। বাঙালিরা দেবী কালীকে মাতৃরূপে পুজো করেন।দীপাবলির দিন পূজিত হবেন দেবী কালী।দেবীর পছন্দ খাড়া।পুজোর দিন দেবী তা পেলে খুশি হন।"
বাঙালির কাছে কালী শক্তির দেবী রূপে পূজিত হয়ে আসছেন।দেবী কালীর অপর নাম শ্যামা বা আদ্যাশক্তি। মনোজ তিওয়ারী জানান,"দেবী কালী হলেন দুর্গা বা পার্বতীর অপর ভয়াল রূপ। অশুভ শক্তি’র বিনাশ কর জগতে আলো ফিরিয়ে দেন তিনি। বাঙালিরা দেবী কালীকে মাতৃরূপে পুজো করেন।দীপাবলির দিন পূজিত হবেন দেবী কালী।দেবীর পছন্দ খাড়া।পুজোর দিন দেবী তা পেলে খুশি হন।"
advertisement
3/5
কী কী করবেন? কালী পুজোয় কোনও মন্দিরে একটি খাড়া দান করুন।দেবীর কৃপায় বিপদমুক্ত হওয়া সম্ভব হয়।
কী কী করবেন? কালী পুজোয় কোনও মন্দিরে একটি খাড়া দান করুন।দেবীর কৃপায় বিপদমুক্ত হওয়া সম্ভব হয়।
advertisement
4/5
এদিন কালীমন্দিরের নৈবেদ্য হিসেবে আতপ চাল, একটি গোটা নারকেল, ১০৮টি জবা ফুলের মালা ও ঘি দান করতে হয়।জীবনে মেলে সাফল‍্য।
এদিন কালীমন্দিরের নৈবেদ্য হিসেবে আতপ চাল, একটি গোটা নারকেল, ১০৮টি জবা ফুলের মালা ও ঘি দান করতে হয়।জীবনে মেলে সাফল‍্য।
advertisement
5/5
দেবীর পছন্দ পায়েস।পুজোয় উপোস করে পায়েস রান্না করে দেবীকে দিলে তিনি খুব প্রসন্না হন।আপনার জীবন সুখ,সমৃদ্ধিতে ভরে ওঠে।(Reported By: Annanya Dey)
দেবীর পছন্দ পায়েস।পুজোয় উপোস করে পায়েস রান্না করে দেবীকে দিলে তিনি খুব প্রসন্না হন।আপনার জীবন সুখ,সমৃদ্ধিতে ভরে ওঠে।(Reported By: Annanya Dey)
advertisement
advertisement
advertisement