Guru Vakri: ১১৮ দিন ধরে বৃহস্পতির বক্রী, শনি-বুধেরও উল্টো চাল! ফিরে যাবে কপাল, মালামাল হবে এই তিন রাশি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বৈদিক জ্যোতিষ অনুসারে, বৃহস্পতি ধন, সম্পত্তি এবং সম্মানের প্রতীক। শনি ন্যায়ের দেবতা, বুধ হল বুদ্ধিমত্তা এবং ব্যবসার কারক। এমতাবস্থায় এই তিনটি প্রধান গ্রহের বিপরীতমুখী গতিবিধির কারণে সমস্ত রাশির মানুষের জীবনে বড় ধরনের পরিবর্তন দেখা যাবে।
যখনই কোনও গ্রহের বক্রী দশা চলে, তখন তার প্রভাব ১২টি রাশির উপরেই পড়ে৷ তবে আগামী কয়েক মাস তিনটি বড় গ্রহ গোচল কুণ্ডলীতে বক্র অবস্থায় সঞ্চারণ করবে৷ শনি এবং বুধ গ্রহের আগে থেকেই বক্রী দশা চলছিল৷ গত ৪ সেপ্টেম্বর থেকে দেবগুরু বৃহস্পতিও ১১৮ দিনের জন্য বক্রী দশায় প্রবেশ করেছে৷ যার প্রভাব ১২ রাশির প্রত্যেকটির উপরেই পড়বে৷ কিন্তু, বিশেষ ভাবে প্রভাবিত হবে ৩ রাশি৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement