অপেক্ষা আর কিছুদিনের, বৃহস্পতি আর শুক্রের দুরন্ত চালে মালামাল তিন রাশি! সোনায় মুড়বে জীবন, পদে পদে সাফল্যে হাতছানি
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে দেবতাদের গুরু বৃহস্পতি একটি নিশ্চিত সময় অন্তর রাশি পরিবর্তন করে থাকেন। আর এর প্রভাব প্রতিটি রাশির উপরেই পড়ে।
advertisement
advertisement
বৃষ রাশিএই সময় গুরু-শুক্রর অর্ধকেন্দ্র যোগ আপনার জীবনে শুভ ফলপ্রদান করবে। এই সময় আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। এছাড়াও, এই সময় আপনি পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন। একইসঙ্গে এই সময় ধনপ্রাপ্তির যোগ রয়েছে। এই সময় আপনার জীবনে সমাজে মান-সম্মান বৃদ্ধি হবে। নতুন চাকরিজীবীদের জীবনে সফলতা মিলতে পারে। এই সময় আইনি ক্ষেত্রে সাফল্য আসবে।
advertisement
advertisement
advertisement


