Joy Mangalchandi Vrat: আজ জ্যৈষ্ঠমাসের শেষ মঙ্গলবার! জয় মঙ্গলচণ্ডী ব্রত পালনের পর রাতে ভুলেও খাবেন না এই ৫ খাবার! সংসারে নেমে আসবে ঘোর অভাব ও অমঙ্গলের কালো ছায়া

Last Updated:
Joy Mangalchandi Vrat:এ বছর ১০ জুন জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার৷ এই দিনটি বিশেষ গুরুতূপূর্ণ৷ কারণ এই বিশেষ তিথিতে উদযাপিত হয় মঙ্গলচণ্ডীর ব্রত সমাপন
1/6
জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার পালিত হয় জয় মঙ্গলচণ্ডীর ব্রত৷ সংসারের মঙ্গলকামনায় ব্রত ও উপবাস পালন করেন গৃহিণীরা৷ অনেকে আবার জ্যৈষ্ঠ মাসের প্রথম ও শেষ মঙ্গলবারও এই ব্রত পালন করেন৷
জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার পালিত হয় জয় মঙ্গলচণ্ডীর ব্রত৷ সংসারের মঙ্গলকামনায় ব্রত ও উপবাস পালন করেন গৃহিণীরা৷ অনেকে আবার জ্যৈষ্ঠ মাসের প্রথম ও শেষ মঙ্গলবারও এই ব্রত পালন করেন৷
advertisement
2/6
এ বছর ১০ জুন জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার৷ এই দিনটি বিশেষ গুরুতূপূর্ণ৷ কারণ এই বিশেষ তিথিতে উদযাপিত হয় মঙ্গলচণ্ডীর ব্রত সমাপন৷
এ বছর ১০ জুন জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার৷ এই দিনটি বিশেষ গুরুতূপূর্ণ৷ কারণ এই বিশেষ তিথিতে উদযাপিত হয় মঙ্গলচণ্ডীর ব্রত সমাপন৷
advertisement
3/6
সংসারের মঙ্গলকামনায় চণ্ডী অর্থাৎ দেবী দুর্গার পুজো করা হয়৷ বছরের বাকি সময় পালন করা হয় মঙ্গলচণ্ডী ব্রত৷ জ্যৈষ্ঠ মাসে পালন করা হয় জয় মঙ্গলচণ্ডী ব্রত৷
সংসারের মঙ্গলকামনায় চণ্ডী অর্থাৎ দেবী দুর্গার পুজো করা হয়৷ বছরের বাকি সময় পালন করা হয় মঙ্গলচণ্ডী ব্রত৷ জ্যৈষ্ঠ মাসে পালন করা হয় জয় মঙ্গলচণ্ডী ব্রত৷
advertisement
4/6
নারী পুরুষ নির্বিশেষে এই ব্রত পালন করতে পারেন৷ এক বার পালন শুরু করলে সেটা বহন করতে হবে জীবনভর৷ এই ব্রতপালনের নির্দিষ্ট কিছু আচার আচরণ আছে৷ মনে করা হয় সেগুলি পালন করলে সংসারের অর্থ-সুখ-শান্তির কোনও অভাব হয় না কোনও দিন৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
নারী পুরুষ নির্বিশেষে এই ব্রত পালন করতে পারেন৷ এক বার পালন শুরু করলে সেটা বহন করতে হবে জীবনভর৷ এই ব্রতপালনের নির্দিষ্ট কিছু আচার আচরণ আছে৷ মনে করা হয় সেগুলি পালন করলে সংসারের অর্থ-সুখ-শান্তির কোনও অভাব হয় না কোনও দিন৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
5/6
জয় মঙ্গলচণ্ডী ব্রত পালনের দিন ব্রতীরা ভাত বা রুটি খাবেন না৷ ভাত, রুটিকে সাত্ত্বিক আহার হিসেবে দেখা হয় না৷ সাত্ত্বিক আহার, পুজোর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন৷ খেতে পারেন আটা বা ময়দার লুচিও৷
জয় মঙ্গলচণ্ডী ব্রত পালনের দিন ব্রতীরা ভাত বা রুটি খাবেন না৷ ভাত, রুটিকে সাত্ত্বিক আহার হিসেবে দেখা হয় না৷ সাত্ত্বিক আহার, পুজোর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন৷ খেতে পারেন আটা বা ময়দার লুচিও৷
advertisement
6/6
এই তিথিতে সাবুদানা, পনির, ডালিয়ার খিচুড়ি, ফলাহারের মতো খাবারও খেতে পারেন৷ ভুলেও কোন নেশাদ্রব্য গ্রহণ করবেন না৷ আমিষ খাবার, পোড়া খাবার বা সেঁকা খাবার মুখে তুলবেন না এই পুণ্যতিথিতে৷
এই তিথিতে সাবুদানা, পনির, ডালিয়ার খিচুড়ি, ফলাহারের মতো খাবারও খেতে পারেন৷ ভুলেও কোন নেশাদ্রব্য গ্রহণ করবেন না৷ আমিষ খাবার, পোড়া খাবার বা সেঁকা খাবার মুখে তুলবেন না এই পুণ্যতিথিতে৷
advertisement
advertisement
advertisement