Jaya Ekadashi 2024: Dos and Donts: আজ জয়া একাদশীর সন্ধ্যায় বিশেষ রঙের পোশাক পরে এই কাজ, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদে ঘুরবে ভাগ্যের চাকা

Last Updated:
Jaya Ekadashi 2024: Dos and Donts: মাঘ মাসের শুক্লা পক্ষের একাদশী তিথিতে পালিত হয় জয়া একাদশী বা ভৈমী একাদশী বা ভীষ্ম একাদশী৷ এ বছর শ্রাবণ মাসে অধিক মাস বা মলো মাস থাকায় এই পুণ্যতিথি পালিত হচ্ছে মাঘ মাসের শুক্লা পক্ষে৷ এই পুণ্যতিথিতে কিছু নিয়ম ও রীতি নীতি নিষ্ঠাভরে পালন করলে শুভফল লাভ করা যাবে বলেই প্রচলিত বিশ্বাস৷ জীবন থেকে বাধা বিঘ্ন দূর হয়৷ ভগবান বিষ্ণুর আশীর্বাদে আর্থিক অনটন কেটে যায়৷
1/7
মাঘ মাসের শুক্লা পক্ষের একাদশী তিথিতে পালিত হয় জয়া একাদশী বা ভৈমী একাদশী বা ভীষ্ম একাদশী৷ এ বছর শ্রাবণ মাসে অধিক মাস বা মলো মাস থাকায় এই পুণ্যতিথি পালিত হচ্ছে মাঘ মাসের শুক্লা পক্ষে৷
মাঘ মাসের শুক্লা পক্ষের একাদশী তিথিতে পালিত হয় জয়া একাদশী বা ভৈমী একাদশী বা ভীষ্ম একাদশী৷ এ বছর শ্রাবণ মাসে অধিক মাস বা মলো মাস থাকায় এই পুণ্যতিথি পালিত হচ্ছে মাঘ মাসের শুক্লা পক্ষে৷
advertisement
2/7
এই পুণ্যতিথিতে কিছু নিয়ম ও রীতি নীতি নিষ্ঠাভরে পালন করলে শুভফল লাভ করা যাবে বলেই প্রচলিত বিশ্বাস৷ জীবন থেকে বাধা বিঘ্ন দূর হয়৷ ভগবান বিষ্ণুর আশীর্বাদে আর্থিক অনটন কেটে যায়৷ বলছেন জ্যোতিষবিদ অরবিন্দ ত্রিপাঠী৷
এই পুণ্যতিথিতে কিছু নিয়ম ও রীতি নীতি নিষ্ঠাভরে পালন করলে শুভফল লাভ করা যাবে বলেই প্রচলিত বিশ্বাস৷ জীবন থেকে বাধা বিঘ্ন দূর হয়৷ ভগবান বিষ্ণুর আশীর্বাদে আর্থিক অনটন কেটে যায়৷ বলছেন জ্যোতিষবিদ অরবিন্দ ত্রিপাঠী৷
advertisement
3/7
এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে পুণ্যনদীতে স্নান করা বিধেয় বলে মনে করা হয়৷ তার পর ব্রত পালন করতে হয়৷
এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে পুণ্যনদীতে স্নান করা বিধেয় বলে মনে করা হয়৷ তার পর ব্রত পালন করতে হয়৷
advertisement
4/7
এই তিথিতে দরিদ্রদের খাবার ও বস্ত্র দান করা শুভ৷ কারওর সঙ্গে কুকথা বা বিবাদে জড়িয়ে পড়বেন না৷
এই তিথিতে দরিদ্রদের খাবার ও বস্ত্র দান করা শুভ৷ কারওর সঙ্গে কুকথা বা বিবাদে জড়িয়ে পড়বেন না৷
advertisement
5/7
তামসিক আহার থেকে দূরে থেকে সাত্তিক আহার গ্রহণ করে ভঙ্গ করুন উপবাস৷ জয়া একাদশীতে কখনও ফুল তুলবেন না৷
তামসিক আহার থেকে দূরে থেকে সাত্তিক আহার গ্রহণ করে ভঙ্গ করুন উপবাস৷ জয়া একাদশীতে কখনও ফুল তুলবেন না৷
advertisement
6/7
এই তিথির সন্ধ্যায় হলুদ রঙের শুদ্ধ বসন পরে ভগবান শ্রী হরি বা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন৷ তাঁর আশীর্বাদে কাটবে জীবনের বাধাবিঘ্ন৷
এই তিথির সন্ধ্যায় হলুদ রঙের শুদ্ধ বসন পরে ভগবান শ্রী হরি বা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন৷ তাঁর আশীর্বাদে কাটবে জীবনের বাধাবিঘ্ন৷
advertisement
7/7
প্রদীপ ছাড়াও দেবতাদের উদ্দেশে নিবেদন করুন ফুল, তুলসিপাতা, চন্দন এবং মিষ্টান্ন প্রসাদ৷ পুজোর প্রসাদ ভাগ বিতরণ করুন সকলের মধ্যে৷
প্রদীপ ছাড়াও দেবতাদের উদ্দেশে নিবেদন করুন ফুল, তুলসিপাতা, চন্দন এবং মিষ্টান্ন প্রসাদ৷ পুজোর প্রসাদ ভাগ বিতরণ করুন সকলের মধ্যে৷
advertisement
advertisement
advertisement