Janmashtami Offerings: জন্মাষ্টমীর পুজোয় দিন ‘এই সবুজ’ ফল! নিবেদন করুন এই ফুলগুলি! সম্পদের ভান্ডারে রাজা হবেন! গুপ্তধনের চাবিকাঠি আসবে আপনার হাতের মুঠোয়

Last Updated:
Janmashtami Offerings: অন্যান্য পুজোর মতো জন্মাষ্টমীতেও পালনীয় নিয়ম ও আচার আচরণবিধি আছে৷ জেনে নিন এই পুজোয় কোন কোন ফুল এবং ফল নিবেদন করবেন৷
1/9
এ বছর শ্রাবণমাসেই পালিত হচ্ছে জন্মাষ্টমী ব্রত৷ শনিবার, ১৬ অগাস্ট পালিত হবে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি৷ ভক্তদের ঘরে এবং মন্দিরে পালিত হবে এই পুণ্যতিথি৷ পূজিত হবেন শ্রীকৃষ্ণ৷
এ বছর শ্রাবণমাসেই পালিত হচ্ছে জন্মাষ্টমী ব্রত৷ শনিবার, ১৬ অগাস্ট পালিত হবে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি৷ ভক্তদের ঘরে এবং মন্দিরে পালিত হবে এই পুণ্যতিথি৷ পূজিত হবেন শ্রীকৃষ্ণ৷
advertisement
2/9
অন্যান্য পুজোর মতো জন্মাষ্টমীতেও পালনীয় নিয়ম ও আচার আচরণবিধি আছে৷ জেনে নিন এই পুজোয় কোন কোন ফুল এবং ফল নিবেদন করবেন৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
অন্যান্য পুজোর মতো জন্মাষ্টমীতেও পালনীয় নিয়ম ও আচার আচরণবিধি আছে৷ জেনে নিন এই পুজোয় কোন কোন ফুল এবং ফল নিবেদন করবেন৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
advertisement
3/9
রাধাকৃষ্ণের অন্যতম প্রিয় ফুল হল কদম৷ বার বার তাঁদের পদাবলী কীর্তনে উঠে এসেছে কদমফুল তথা কদমগাছের কথা৷ চেষ্টা করুন জন্মাষ্টমীতে অন্তত একটি হলেও কদম ফুল নিবেদন করার৷
রাধাকৃষ্ণের অন্যতম প্রিয় ফুল হল কদম৷ বার বার তাঁদের পদাবলী কীর্তনে উঠে এসেছে কদমফুল তথা কদমগাছের কথা৷ চেষ্টা করুন জন্মাষ্টমীতে অন্তত একটি হলেও কদম ফুল নিবেদন করার৷
advertisement
4/9
শ্রীকৃষ্ণের পুজোয় হলুদ ফুল নিবেদন খুবই শুভ বলে মনে করা হয়৷ তাই জন্মাষ্টমীতে পুষ্পপত্রপুটে সাজিয়ে দিন হলুদ গাঁদা ফুল৷
শ্রীকৃষ্ণের পুজোয় হলুদ ফুল নিবেদন খুবই শুভ বলে মনে করা হয়৷ তাই জন্মাষ্টমীতে পুষ্পপত্রপুটে সাজিয়ে দিন হলুদ গাঁদা ফুল৷
advertisement
5/9
শ্রীকৃষ্ণের পুজোয় অর্ঘ্য নিবেদন করুন সাদা টাটকা তরতাজা জুঁই, বেলফুল এবং রজনীগন্ধা৷
শ্রীকৃষ্ণের পুজোয় অর্ঘ্য নিবেদন করুন সাদা টাটকা তরতাজা জুঁই, বেলফুল এবং রজনীগন্ধা৷
advertisement
6/9
পদ্ম, গোলাপ, পলাশফুলও কৃষ্ণপুজোর অন্যতম অঙ্গ৷ এই ৩ ফুলও সাজিয়ে দেওয়া হয় পুষ্পার্ঘ্যে৷
পদ্ম, গোলাপ, পলাশফুলও কৃষ্ণপুজোর অন্যতম অঙ্গ৷ এই ৩ ফুলও সাজিয়ে দেওয়া হয় পুষ্পার্ঘ্যে৷
advertisement
7/9
ফুলের পাশাপাশি তুলসিপাতা, তুলসি মঞ্জরীও গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণের পুজোয়৷ কার্যত তুলসিপাতা ও মঞ্জরী ছাড়া শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ৷
ফুলের পাশাপাশি তুলসিপাতা, তুলসি মঞ্জরীও গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণের পুজোয়৷ কার্যত তুলসিপাতা ও মঞ্জরী ছাড়া শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ৷
advertisement
8/9
ভোগপ্রসাদে নিবেদন করুন মরশুমি নানা ফল৷ পাকা তালের নানা পদ তো এই উৎসবের অঙ্গ৷ তালের বড়া, তালক্ষীর, তালের ফুলুরি, তালের লুচি তৈরি করেন ভক্তরা৷
ভোগপ্রসাদে নিবেদন করুন মরশুমি নানা ফল৷ পাকা তালের নানা পদ তো এই উৎসবের অঙ্গ৷ তালের বড়া, তালক্ষীর, তালের ফুলুরি, তালের লুচি তৈরি করেন ভক্তরা৷
advertisement
9/9
তবে যে ফল বিশেষ তাৎপর্যপূর্ণ জন্মাষ্টমীতে, সেটি হল শসা৷ শ্রীকৃষ্ণের পুজোয় এদিন নিবেদন করতেই হবে শসা৷ মনে করা হয় এই ফল জন্মাষ্টমীর পুজোয় নিবেদন করার অর্থ পু্ণ্যলাভ করা৷
তবে যে ফল বিশেষ তাৎপর্যপূর্ণ জন্মাষ্টমীতে, সেটি হল শসা৷ শ্রীকৃষ্ণের পুজোয় এদিন নিবেদন করতেই হবে শসা৷ মনে করা হয় এই ফল জন্মাষ্টমীর পুজোয় নিবেদন করার অর্থ পু্ণ্যলাভ করা৷
advertisement
advertisement
advertisement