Janmashtami Ritual: খুলে যায় কপাল...জন্মাষ্টমীর দিন এই সব জিনিস দান করা অত্যন্ত শুভ! বিশদে জানালেন জ্যোতিষ বিশেষজ্ঞ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ভোপালের বাসিন্দা জ্যোতিষী ও বাস্তু পরামর্শদাতা পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার কাছ থেকে জেনে নিই, জন্মাষ্টমীর দিন কোন কোন জিনিস দান করা শুভ৷
প্রতি বছর, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিটি ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। ধর্মীয় বিশ্বাস ও পুরাণ অনুসারে, এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে মনে করা হয়। এই দিনে ভক্তেরা উপবাস করেন৷ কিন্তু আপনি কি জানেন, কৃষ্ণ জন্মাষ্টমীর দিন দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। এতটাই যে এটি আপনার ভাগ্যের দরজাও খুলে দিতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
(দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না। কোনও রকমের সংস্কার-কুসংস্কারের পক্ষেও কথা বলে না)