Horoscope for August: টাকার তুফানি চাল! আপনার পকেটে, পার্সে শুধুই টাকার খেলা, এই অগাস্টে ‘মালামাল’ যোগ একাধিক রাশির জাতকদের, আপনিও কি সৌভাগ্যবান
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Mashik Rashifal: আগাস্ট মাস বাম্পার হিট, লাভের জোয়ারে ভেসে দারুণ সময় কাটাবেন একাধিক রাশির জাতক-জাতিকা৷ আপনি সেই সৌভাগ্যবান তালিকায় ঠাঁই পেলেন?
advertisement
advertisement
advertisement
মেষ রাশির জাতকদের আর্থিক জীবনে লাভ হবে। ধনলাভের সুযোগ পাবেন। ব্যবসায় নতুন লগ্নির দ্বারা শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে আধিকারিকের কারণে চিন্তিত থাকবেন ও কাজ করতে অস্বস্তি অনুভব করবেন। অহংবোধের সংঘাতের কারণে একাধিক সুযোগ হাতছাড়া হতে পারে। এই মাসে যাত্রা বাতিল করা শ্রেয়। মাসের শেষের দিকে সুসংবাদ পেতে পারেন।
advertisement
advertisement
কন্যা রাশির জাতকদের উন্নতি হবে অগাস্ট মাসে। সময়ের মধ্যে সমস্ত প্রকল্প পূরণ হবে। কোনও নতুন প্রকল্পের প্রতি রুচি বাড়বে। এই মাসে যে কাজের জন্য যাত্রা করবেন, তাতে শুভ ফল লাভ করবেন এই রাশির জাতকরা। আর্থিক বিষয়ে বিবাদ এড়িয়ে যান, তা না-হলে ব্যয় বাড়বে। অগাস্টের শেষে কোনও পিতৃতুল্য ব্যক্তির সাহায্য়ে স্বস্তি ও উন্নতি ফিরে পাবেন।
advertisement
কর্কট রাশির জাতকরা এই মাসে প্রচুর লাভ অর্জন করতে পারবেন। ধনলাভের শুভ সংযোগ তৈরি হচ্ছে। পুরনো আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন এই রাশির জাতকরা। কর্মক্ষেত্রে শুভ যোগ তৈরি হচ্ছে। প্রকল্পে সাফল্য অর্জন সম্ভব। যাত্রার দ্বারা লাভান্বিত হবেন। অফিসে কোনও মহিলার সাহায্য পেতে পারেন। শুভ লাভের সম্ভাবনা প্রবল।