Holi 2025: দোলের দিন মেনে চলুন ন'টি টোটকা, জীবনে আসবে রঙের পরশ! সুখ সমৃদ্ধিতে ভরবে ভাগ্য, পদে পদে মিলবে সাফল্য!

Last Updated:
জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানান, দোল পূর্ণিমার তিথিতে রাধাকৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদ্‌যাপন করা হয়। এই তিথিতে বাড়িতে নানা ধরনের শুভ কাজ করা হয়।
1/8
 আগামিকাল দোলযাত্রা, গোটা ভারতবর্ষ মেতে উঠবে রঙ খেলার আমেজে। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব পালন করা হয়। হিন্দুদের কাছে দোল অত্যন্ত জনপ্রিয় একটা উৎসব। (প্রতীকী ছবি)
আগামিকাল দোলযাত্রা, গোটা ভারতবর্ষ মেতে উঠবে রঙ খেলার আমেজে। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব পালন করা হয়। হিন্দুদের কাছে দোল অত্যন্ত জনপ্রিয় একটা উৎসব। (প্রতীকী ছবি)
advertisement
2/8
radhakrishna .dolyatra ,love horoscope, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানান, দোল পূর্ণিমার তিথিতে রাধাকৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদ্‌যাপন করা হয়। এই তিথিতে বাড়িতে নানা ধরনের শুভ কাজ করা হয়। জ্যোতিষশাস্ত্রে দোলের দিন বিশেষ কিছু টোটকা পালন করতে বলা হয়েছে। মনে করা হয় এই টোটকা গুলি পালন করলে জীবনে সকল প্রকার সুখ লাভ সম্ভব হয়। (প্রতীকী ছবি)
advertisement
3/8
Rules for keeping Gopal at home 3
১) দোলের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ফেলতে হবে। তার পর নিত্যপুজো করে বাড়িতে থাকা সব ঠাকুরের চরণে আবির অর্পণ করতে হবে।
২) বাড়ির গোপালকে এই দিন কোনও হলুদ রঙের মিষ্টি অর্পণ করুন। এ ছাড়া গোপালকে পায়েস ভোগ দিন। ভোগের উপর মনে করে তুলসী পাতা দিতে হবে। (প্রতীকী ছবি)
advertisement
4/8
তুলসীপাতা ছিড়তে গিয়ে ভুলেও করবেন না এই ভুল। তুলসী ছেঁড়ার সঠিক নিয়ম জানেন? সপ্তাহের কোন দু'দিন তুলতে নেই এই পাতা? অজান্তে কয়েকটি ভুল মুহূর্তে ডেকে আনতে পারে 'সর্বনাশ'! সতর্ক হন আজ থেকেই। আগে জানুন কী বলছেন বাস্তু বিশেষজ্ঞ।
৩) দোলের দিন একটা পাত্রে গঙ্গাজল নিয়ে তাতে কয়েকটা তুলসী পাতা দিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দিন। এতে বাড়িতে পজ়িটিভ শক্তি প্রবেশ করবে।
৪) এই দিন বাড়িতে থাকা শ্রীকৃষ্ণের চরণে পাঁচটা তুলসী পাতায় আবির মাখিয়ে অর্পণ করুন। তার পর পুজো শেষে সেই তুলসী পাতাগুলোকে একটা লাল কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন। (প্রতীকী ছবি)
advertisement
5/8
হোলি উৎসব খুব আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়
৫) এই দিন বাড়িতে কোনও আমিষ রান্না করবেন না, নিরামিষ খাবার খাবেন।
৬) দোলের দিন বাড়িতে কেউ এলে তাঁকে খালি হাতে ফেরাবেন না। (প্রতীকী ছবি)
advertisement
6/8
মাঘ মাসের সন্ধ্যায় ভগবান কৃষ্ণের সামনে মাটির প্রদীপে ঘি দিয়ে প্রজ্বলন করুন৷ তার পর সেই প্রদীপে আলোকিত করুন বাড়ির উত্তর দিক৷ তাহলে সংসারে কোনও অনটন থাকবে না৷ সংসারে বর্ষিত হবে মা লক্ষ্মীর কৃপা৷
দোলের দিন তেতো খাবার খাওয়া উচিত নয় বলে মনে করা হয়।
৮) দোলের দিন সকাল এবং সন্ধ্যাবেলা ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। (প্রতীকী ছবি)
advertisement
7/8
 ৯) এই দিন শিশুদের মিষ্টি খাওয়ান। (প্রতীকী ছবি)
৯) এই দিন শিশুদের মিষ্টি খাওয়ান। (প্রতীকী ছবি)
advertisement
8/8
 Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement