Hanuman Jayanti 2025: সামনেই হনুমান জয়ন্তী, ওইদিন দান করুন ৪ জিনিস, বজরংবলীর আশীর্বাদে সমস্ত দুর্দশা কেটে প্রতি পদে মিলবে সাফল্য!

Last Updated:
সনাতন হিন্দু ধর্মে হনূমান জয়ন্তীর বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়। এই বছর হনুমান জয়ন্তী পালিত হবে রামনবমীর পর আগামী ১২ এপ্রিল।
1/7
সাথে লাল রঙের মিষ্টি প্রয়োজনমতো দেওয়ার ফলে সব সমস্যা শেষ হবে। প্রতিদিন সকালে স্নান করে বীজ মন্ত্র ১০৮ বার জপ করুন, হলুদ রঙের বস্ত্র পরিধান করুন এবং গরিব-প্রয়োজনমতো দান করুন, এতে গ্রহের ইতিবাচক ফল পাবেন।
সনাতন হিন্দু ধর্মে হনূমান জয়ন্তীর বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়। এই বছর হনুমান জয়ন্তী পালিত হবে রামনবমীর পর আগামী ১২ এপ্রিল।
advertisement
2/7
 এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, হনুমান জয়ন্তীর দিন কিছু জিনিস দান করলে জীবন থেকে সকল ঋণাত্মক শক্তি দূর হয়। আসুন জেনে নি ওই দিন কোন কোন জিনিস দান করা উচিত।
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, হনুমান জয়ন্তীর দিন কিছু জিনিস দান করলে জীবন থেকে সকল ঋণাত্মক শক্তি দূর হয়। আসুন জেনে নি ওই দিন কোন কোন জিনিস দান করা উচিত।
advertisement
3/7
রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক জারি করা এক ঘোষণায় গতকাল বলা হয়েছে যে নতুন টাকা। ১০ এবং টাকা। ৫০০ টাকার নোট চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। খুব শিগগিরই এই নোট কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট নিয়ে বাজারে আসতে চলেছে।
অর্থ দান- হনুমান জয়ন্তীর দিন অর্থ দান করা ভীষণ শুভ হিসাবে ধরা হয়। যদি আপনি কোনও কাজের জন্য বা অভাবী বা অসহায়দের অর্থ দান করেন তাহলে সেই বাড়িতে কোনদিনও অর্থের অভাব হয় না। সকল প্রকারের আর্থিক সংকট দূর হয়।
advertisement
4/7
বাদামি চালে তুষের স্তর থাকে। এতে রয়েছে ফাইবার এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান। সাদা চালের তুলনায় ব্রাউন রাইসের গ্লাইসেমিক ইনডেক্স কম থাকে, যার মানে এটি রক্তে শর্করার পরিমাণ বাড়ায় না। এতে থাকা ফাইবার উপাদান হজমে উন্নতি করতে সাহায্য করে এবং আপনাকে দীর্ঘ সময়ের জন্য পূর্ণ রাখে, এটি ওজন কমানোর জন্য সাদা ভাতের একটি কার্যকর বিকল্প করে তোলে।
শস্য দান- যে কোনও দানের মধ্যে এই দানকে সর্বোত্তম দান হিসাবে বিবেচিত করা হয়। তাই যদি আপনি এই দিন শস্য দান করেন তাহলে শুভ ফল লাভ করবেন। এই দানের মাধ্যমে আপনি সুখ এবং সমৃদ্ধি লাভ করবেন। এরফলে আপনার জীবনে উন্নতির পথ খুলে যাবে এবং মা অন্নপূর্ণার আশীর্বাদে ঘরে অভাব হবে না।
advertisement
5/7
 লাড্ডু দান- লাড্ডু হনুমানের অত্যন্ত প্রিয় তাই এই দিন আপনি যদি হনুমানকে লাড্ডু ভোগ হিসাবে দিয়ে তা দান করেন তাহলে হনুমান প্রসনন্ হন। ফলে তিনি ভক্তদের উপর আশীর্বাদ বর্ষিত করেন।
লাড্ডু দান- লাড্ডু হনুমানের অত্যন্ত প্রিয় তাই এই দিন আপনি যদি হনুমানকে লাড্ডু ভোগ হিসাবে দিয়ে তা দান করেন তাহলে হনুমান প্রসনন্ হন। ফলে তিনি ভক্তদের উপর আশীর্বাদ বর্ষিত করেন।
advertisement
6/7
 সিঁদুর দান- হনুমানকে সিঁদুর অর্পণ করার পর সেই সিঁদুর যদি আপনি দান করেন, শাস্ত্র মতে তাও খুবই শুভ বলে মনে করা হয়। এই ক্ষেত্রে আপনি নিজের সিঁদুর না দিয়ে বাজার থেকে সিঁদুর কিনে তা দান করতে পারেন। কিন্তু, সিঁদুরটি যেন কমলা রঙের হয় সেই বিষয় নিশ্চিত হবেন।
সিঁদুর দান- হনুমানকে সিঁদুর অর্পণ করার পর সেই সিঁদুর যদি আপনি দান করেন, শাস্ত্র মতে তাও খুবই শুভ বলে মনে করা হয়। এই ক্ষেত্রে আপনি নিজের সিঁদুর না দিয়ে বাজার থেকে সিঁদুর কিনে তা দান করতে পারেন। কিন্তু, সিঁদুরটি যেন কমলা রঙের হয় সেই বিষয় নিশ্চিত হবেন।
advertisement
7/7
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement