Hanuman Janmomahotsab 2025: হনুমান জয়ন্তীর দিনেই বাড়িতে আনুন ৪ জিনিস, দুঃখ দুর্দশা কেটে দু'হাত ভরিয়ে দেবেন বজরংবলী

Last Updated:
সনাতনী হিন্দুধর্মে হনুমান জয়ন্তীর দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় চৈত্রমাস খুবই পবিত্র মাস বলে মনে করা হয়। এই মাসে পালিত হয় চৈত্র নবরাত্রি, বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো-সহ একাধিক পুজো।
1/6
চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে ভগবান হনুমানের আবির্ভাব হয়েছিল। ২০২৫ সালে হনুমান জয়ন্তী পড়ছে ১২ই এপ্রিল। জ্যোতিষ অনুযায়ী এই দিনে পাঁচটি রাশির ওপর বজরংবলীর বিশেষ কৃপা থাকবে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জন্য এই দিনটি বিশেষ শুভ হতে চলেছে এবং কেন।
সনাতনী হিন্দুধর্মে হনুমান জয়ন্তীর দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় চৈত্রমাস খুবই পবিত্র মাস বলে মনে করা হয়। এই মাসে পালিত হয় চৈত্র নবরাত্রি, বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো-সহ একাধিক পুজো।
advertisement
2/6
সিংহ ও কুম্ভ রাশিও হনুমানজির খুব প্রিয়। এই রাশির জাতকরা মন থেকে প্রার্থনা করলে হনুমানজি তাঁদের সমস্ত বিপদ থেকে মুক্তি দেন।
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এই মাসে পালিত হওয়া হনুমান জয়ন্তীর দিন কিছু জিনিস বাড়িতে আনলে প্রসন্ন হবেন বজরংবলী। তাঁর আশীর্বাদের ফলে সারা বছর আপনার উপর বজায় থাকবে। এই জয়ন্তীতে কোন কোন জিনিস বাড়ি নিয়ে আসলে শুভ শক্তি সংসারে বজায় থাকবে।
advertisement
3/6
খুব সামান্য উপকরণে বাড়িতে বা মন্দিরে উপাসনা করা যায় সঙ্কটমোচনের৷ সামান্য আয়োজনেই সন্তুষ্ট হয়ে আশীর্বাদে ভরিয়ে দেন পবনপুত্র হনুমান৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
সিঁদুরহনুমানজির সিঁদুর অত্যন্ত প্রিয়। সেই কারণে সিঁদুর খুবই ভালবাসেন বজরংবলী। সেক্ষেত্রে, হনুমানের পুজোয় সিঁদুর অবশ্যই নিবেদন করা জরুরি। এদিন বাড়িতে আসুন সিঁদুর এবং তা বজরংবলীকে নিবেদন করুন। সিঁদুর জলে গুলে তা হনুমান মূর্তির গায়ে লেপন করুন। এর ফলে বজরংবলীর আশীর্বাদ লাভ করবেন।
advertisement
4/6
চৈত্র পূর্ণিমায় হনুমান জয়ন্তীর পুণ্যতিথিতে এই জ্যোতিষ টোটকাগুলি পালন করুন৷ তাহলে বাধা বিপত্তি বিঘ্ন দূর হয়ে জীবনে আসবে সুখশান্তি সৌভাগ্য এবং অর্থবৃষ্টি৷
হনুমানের ছবিহনুমান রূপে ঈশ্বরের উপাসনা করা শুভ বলে মনে করা হয়। হনুমান জয়ন্তীতে বাড়িতে একটি হনুমানের ছবি বা মূর্তি নিয়ে আসুন। এর ফলে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে।
advertisement
5/6
আসছে চৈত্রমাসের অন্যতম গুরুত্বপূর্ণ পার্বণ হনুমান জয়ন্তী৷ চৈত্রমাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় পবনপুত্রের জন্মতিথি৷ তাঁর আবির্ভাব তিথি এ বছর পালিত হবে আগামী ১২ এপ্রিল, শনিবার৷
গদাবজরংবলীর অস্ত্র হল গদা। এই অস্ত্র দিয়ে তিনি অশুভ শক্তি নাশ করেন। তাই গদা শুভ শক্তির প্রতীক। হনুমান জয়ন্তীতে বাড়িতে একটি ছোট গদা নিয়ে আসতে পারেন। বাড়িতে নেগেটিভ এনার্জি থাকলে গদার শুভ শক্তি তা দূর করতে সাহায্য করবে। অনেকে ছোট গদা হারে লকেট করেও পরে থাকেন। না হলে পুজোর স্থানে এই গদা রেখে দিতে পারেন। তবে তার আগে গদার পুজো অবশ্যই করবেন।
advertisement
6/6
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
advertisement
advertisement
advertisement