Hanuman Jayanti 2023: আগামী ৬ এপ্রিল হনুমান জয়ন্তী, পবিত্র দিনে এই মন্ত্রের জপ করলে কাটবে বাধা-বিপত্তি! পূরণ হবে মনের বাসনাও

Last Updated:
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই পবিত্র দিনে হনুমান চালিসা পাঠ করে ভগবান হনুমানের পুজো করতে হবে। এতে মনের সকল বাসনা পূরণ হবে।
1/8
চলতি এপ্রিল মাসেই রামভক্ত হনুমানের জন্মবার্ষিকী সাড়ম্বরে পালন করা হবে গোটা দেশ জুড়ে। আসলে হিন্দু পঞ্জিকা মতে, চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়। সেই অনুসারে আগামী ৬ এপ্রিল, ২০২৩ তারিখে পড়েছে হনুমান জয়ন্তী। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই পবিত্র দিনে হনুমান চালিসা পাঠ করে ভগবান হনুমানের পুজো করতে হবে। এতে মনের সকল বাসনা পূরণ হবে।
চলতি এপ্রিল মাসেই রামভক্ত হনুমানের জন্মবার্ষিকী সাড়ম্বরে পালন করা হবে গোটা দেশ জুড়ে। আসলে হিন্দু পঞ্জিকা মতে, চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়। সেই অনুসারে আগামী ৬ এপ্রিল, ২০২৩ তারিখে পড়েছে হনুমান জয়ন্তী। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই পবিত্র দিনে হনুমান চালিসা পাঠ করে ভগবান হনুমানের পুজো করতে হবে। এতে মনের সকল বাসনা পূরণ হবে।
advertisement
2/8
এমনিতে হনুমান জয়ন্তীর দিনে ভক্তরা হনুমান চালিসা পাঠ করে থাকেন। এই দিনে বজরংবলির মন্ত্র জপ করতে হবে। অযোধ্যার জ্যোতিষাচার্য পণ্ডিত কল্কি রাম বলেন, হনুমান চালিসার এমন কিছু শ্লোক আছে, যা পাঠ করলে সমস্ত দুঃখ-দুর্দশা দূর হয়। এর সঙ্গে ভক্তরা সম্পদ এবং বুদ্ধিমত্তার আশীর্বাদ লাভ করতে পারবেন।
এমনিতে হনুমান জয়ন্তীর দিনে ভক্তরা হনুমান চালিসা পাঠ করে থাকেন। এই দিনে বজরংবলির মন্ত্র জপ করতে হবে। অযোধ্যার জ্যোতিষাচার্য পণ্ডিত কল্কি রাম বলেন, হনুমান চালিসার এমন কিছু শ্লোক আছে, যা পাঠ করলে সমস্ত দুঃখ-দুর্দশা দূর হয়। এর সঙ্গে ভক্তরা সম্পদ এবং বুদ্ধিমত্তার আশীর্বাদ লাভ করতে পারবেন।
advertisement
3/8
জ্যোতিষাচার্য পণ্ডিত কল্কি রামের মতে, হনুমান চালিসা দ্বারা সমস্ত ইচ্ছা পূরণ হয়। কোনও ব্যক্তি হয়তো সমস্যায় পড়েছেন এবং সামনের দিকের সমস্ত পথ বন্ধ বলে মনে হচ্ছে। সেই সময় তিনি যদি হনুমান চালিসা পাঠ করেন, তাহলে ওই ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয়। এমনকী, জীবনের সমস্ত বাধা-বিপত্তিও দূর হয়।
জ্যোতিষাচার্য পণ্ডিত কল্কি রামের মতে, হনুমান চালিসা দ্বারা সমস্ত ইচ্ছা পূরণ হয়। কোনও ব্যক্তি হয়তো সমস্যায় পড়েছেন এবং সামনের দিকের সমস্ত পথ বন্ধ বলে মনে হচ্ছে। সেই সময় তিনি যদি হনুমান চালিসা পাঠ করেন, তাহলে ওই ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয়। এমনকী, জীবনের সমস্ত বাধা-বিপত্তিও দূর হয়।
advertisement
4/8
মনোবাসনা পূরণের জন্য: মনের ইচ্ছে পূরণ করতে চাইলে হনুমান চালিসার এই চৌপাই জপ করতে হবে- অওর মনোরথ জো কোই লাওয়ে। সোই অমিত জীবন ফল পাওয়ে।
মনোবাসনা পূরণের জন্য: মনের ইচ্ছে পূরণ করতে চাইলে হনুমান চালিসার এই চৌপাই জপ করতে হবে- অওর মনোরথ জো কোই লাওয়ে। সোই অমিত জীবন ফল পাওয়ে।
advertisement
5/8
সঙ্কটমোচনের জন্য: হনুমান চালিসার এই চৌপাই ১০৮ বার জপ করলে জীবনের সমস্ত বিপর্যয়, বাধা ও ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে- সঙ্কট তে হনুমান ছুড়াওয়ে। মন ক্রম বচন ধ্যান জো লাওয়ে।
সঙ্কটমোচনের জন্য: হনুমান চালিসার এই চৌপাই ১০৮ বার জপ করলে জীবনের সমস্ত বিপর্যয়, বাধা ও ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে- সঙ্কট তে হনুমান ছুড়াওয়ে। মন ক্রম বচন ধ্যান জো লাওয়ে।
advertisement
6/8
মনোবাসনা পূরণের জন্য: মনের ইচ্ছে পূরণ করতে চাইলে হনুমান চালিসার এই চৌপাই জপ করতে হবে- অওর মনোরথ জো কোই লাওয়ে। সোই অমিত জীবন ফল পাওয়ে।
মনোবাসনা পূরণের জন্য: মনের ইচ্ছে পূরণ করতে চাইলে হনুমান চালিসার এই চৌপাই জপ করতে হবে- অওর মনোরথ জো কোই লাওয়ে। সোই অমিত জীবন ফল পাওয়ে।
advertisement
7/8
ধন আর বিদ্যার জন্য: জীবনে প্রচুর ধন-সম্পদ আর জ্ঞান লাভ করতে চাইলে হনুমান চালিসায় উল্লিখিত এই চৌপাই জপ করতে হবে -বিদ্যাবান গুণী অতি চতুর। রামকাজ করিবে কো আতুর।
ধন আর বিদ্যার জন্য: জীবনে প্রচুর ধন-সম্পদ আর জ্ঞান লাভ করতে চাইলে হনুমান চালিসায় উল্লিখিত এই চৌপাই জপ করতে হবে -বিদ্যাবান গুণী অতি চতুর। রামকাজ করিবে কো আতুর।
advertisement
8/8
রোগ ও যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য: যাঁরা রোগ ব্যাধিতে ভুগছেন, তাঁরা হনুমান চালিসার এই চৌপাই জপ করতে পারেন - নাসৈ রোগ হরে সব পীড়া। জপত নিরন্তর হনুমত বলবীরা।
রোগ ও যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য: যাঁরা রোগ ব্যাধিতে ভুগছেন, তাঁরা হনুমান চালিসার এই চৌপাই জপ করতে পারেন - নাসৈ রোগ হরে সব পীড়া। জপত নিরন্তর হনুমত বলবীরা।
advertisement
advertisement
advertisement