Guru Purnima 2024 Date & Time: এ বছর গুরুপূর্ণিমা কবে? জানুন পুণ্যতিথির দিনক্ষণ ও শুভ মুহূর্ত

Last Updated:
Guru Purnima 2024 Date & Time: জ্যোতিষবিদ পণ্ডিত শ্রীধর শাস্ত্রীর মতে অন্ধকার দূর করে আলোর দিশা দেখান আচার্য বা গুরু। তাই এই তিথিতে তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে হবে।
1/7
আচার্য এবং আধ্যাত্মিক গুরুকে শ্রদ্ধা নিবেদন করার জন্য পালিত হয় গুরু পূর্ণিমা তিথি। এ বছর শ্রাবণমাসের পূর্ণিমা তিথিতে পালিত হবে এই অনুষ্ঠান।
আচার্য এবং আধ্যাত্মিক গুরুকে শ্রদ্ধা নিবেদন করার জন্য পালিত হয় গুরু পূর্ণিমা তিথি। এ বছর শ্রাবণমাসের পূর্ণিমা তিথিতে পালিত হবে এই অনুষ্ঠান।
advertisement
2/7
এ বছর গুরুপূর্ণিমা পড়েছে ২১ জুলাই। একে ব্যাস পূর্ণিমাও বলা হয়। কারণ মনে করা হয় এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন মহাভারত রচয়িতা ঋষি বেদব্যাস।
এ বছর গুরুপূর্ণিমা পড়েছে ২১ জুলাই। একে ব্যাস পূর্ণিমাও বলা হয়। কারণ মনে করা হয় এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন মহাভারত রচয়িতা ঋষি বেদব্যাস।
advertisement
3/7
জ্যোতিষবিদ পণ্ডিত শ্রীধর শাস্ত্রীর মতে অন্ধকার দূর করে আলোর দিশা দেখান আচার্য বা গুরু। তাই এই তিথিতে তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে হবে।
জ্যোতিষবিদ পণ্ডিত শ্রীধর শাস্ত্রীর মতে অন্ধকার দূর করে আলোর দিশা দেখান আচার্য বা গুরু। তাই এই তিথিতে তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে হবে।
advertisement
4/7
গুরু না থাকলে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা যায় বাবা মাকেও। কারণ পিতামাতাও জীবনে গুরুস্থানীয় স্থানই লাভ করেন।
গুরু না থাকলে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা যায় বাবা মাকেও। কারণ পিতামাতাও জীবনে গুরুস্থানীয় স্থানই লাভ করেন।
advertisement
5/7
এই তিথিতে গুরু বেদব্যাসের আরাধনা করলেও পুণ্যলাভ করা যায় বলে মনে করা হয়।
এই তিথিতে গুরু বেদব্যাসের আরাধনা করলেও পুণ্যলাভ করা যায় বলে মনে করা হয়।
advertisement
6/7
গুরুপূর্ণিমা শুরু হচ্ছে ২০ জুলাই বিকেল ৫.৫৯ মিনিটে। এই তিথি থাকবে ২১ জুলাই, রবিবার দুপুর ৩.৪৬ মিনিট পর্যন্ত।
গুরুপূর্ণিমা শুরু হচ্ছে ২০ জুলাই বিকেল ৫.৫৯ মিনিটে। এই তিথি থাকবে ২১ জুলাই, রবিবার দুপুর ৩.৪৬ মিনিট পর্যন্ত।
advertisement
7/7
উদয় তিথি অনুসারে ২১ জুলাই পালিত হবে গুরুপূর্ণিমা। গুরু শিষ্যের প্রাচীন পরম্পরায় এই তিথি বিশেষ পুণ্যদায়ী ও গুরুত্বপূর্ণ।
উদয় তিথি অনুসারে ২১ জুলাই পালিত হবে গুরুপূর্ণিমা। গুরু শিষ্যের প্রাচীন পরম্পরায় এই তিথি বিশেষ পুণ্যদায়ী ও গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
advertisement