Guru Chandal Yog 2023: রাহুর অবস্থান বদলে তৈরি চণ্ডাল যোগ! হতে পারে নানা বিপদ, সতর্ক থাকুন এই ৩ রাশি

Last Updated:
Guru Chandal Yog 2023: মেষ রাশিতে বৃহস্পতি এবং রাহু একত্রিত হলে সেই মিলনের দ্বারা উৎপন্ন হয় চণ্ডাল যোগ
1/9
অযোধ্যার বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানিয়েছেন, বর্তমানে মেষ রাশিতে রাহুর গোচর চলছে। এই মেষ রাশিতেই আগমন ঘটতে চলেছে দেবগুরু বৃহস্পতির।
অযোধ্যার বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানিয়েছেন, বর্তমানে মেষ রাশিতে রাহুর গোচর চলছে। এই মেষ রাশিতেই আগমন ঘটতে চলেছে দেবগুরু বৃহস্পতির।
advertisement
2/9
বলা হয়, মেষ রাশিতে বৃহস্পতি এবং রাহু একত্রিত হলে সেই মিলনের দ্বারা উৎপন্ন হয় চণ্ডাল যোগ। এই যোগ বিশেষ কয়েকটি রাশির জন্য এবার ক্ষতিকর প্রমাণিত হতে চলেছে।
বলা হয়, মেষ রাশিতে বৃহস্পতি এবং রাহু একত্রিত হলে সেই মিলনের দ্বারা উৎপন্ন হয় চণ্ডাল যোগ। এই যোগ বিশেষ কয়েকটি রাশির জন্য এবার ক্ষতিকর প্রমাণিত হতে চলেছে।
advertisement
3/9
৩০ অক্টোবর পর্যন্ত কিছু রাশির জাতক-জাতিকাদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে বলে পরামর্শ পণ্ডিত কল্কি রামের।  চণ্ডাল যোগ কেমন বিপত্তি ডেকে আনছে, তা নিয়ে কী বলছেন পণ্ডিত কল্কি রাম, জেনে নিন।
৩০ অক্টোবর পর্যন্ত কিছু রাশির জাতক-জাতিকাদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে বলে পরামর্শ পণ্ডিত কল্কি রামের। চণ্ডাল যোগ কেমন বিপত্তি ডেকে আনছে, তা নিয়ে কী বলছেন পণ্ডিত কল্কি রাম, জেনে নিন।
advertisement
4/9
মেষ রাশি: এই রাশিতেই যেহেতু চণ্ডাল যোগ উৎপন্ন হয়েছে, তাই এই রাশির ক্ষতির সম্ভাবনা বেশি রয়েছে। চার দিক থেকে নানা খারাপ খবর আসতে পারে, পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভাল না থাকারই সম্ভাবনা।
মেষ রাশি: এই রাশিতেই যেহেতু চণ্ডাল যোগ উৎপন্ন হয়েছে, তাই এই রাশির ক্ষতির সম্ভাবনা বেশি রয়েছে। চার দিক থেকে নানা খারাপ খবর আসতে পারে, পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভাল না থাকারই সম্ভাবনা।
advertisement
5/9
 মেষ রাশি: এমতাবস্থায় সকলের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে। দুর্ঘটনার যোগ থাকায় গাড়ি চালানোর সময়ে সতর্ক থাকতে হবে।
মেষ রাশি: এমতাবস্থায় সকলের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে। দুর্ঘটনার যোগ থাকায় গাড়ি চালানোর সময়ে সতর্ক থাকতে হবে।
advertisement
6/9
মিথুন রাশি:  ৩০ অক্টোবর পর্যন্ত এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সমস্যা থাকবে। বিশেষ করে সমস্যা দেখা দেবে আর্থিক দিক থেকে।
মিথুন রাশি: ৩০ অক্টোবর পর্যন্ত এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সমস্যা থাকবে। বিশেষ করে সমস্যা দেখা দেবে আর্থিক দিক থেকে।
advertisement
7/9
মিথুন রাশি: ব্যবসায়ীদের যথেষ্ট মুনাফা না হতে পারে। আয়ের চেয়ে ব্যয় বাড়বে। তা যথাসম্ভব বুঝে খরচ করতে হবে। দাম্পত্য জীবনেও দেখা দেবে তিক্ততা।
মিথুন রাশি: ব্যবসায়ীদের যথেষ্ট মুনাফা না হতে পারে। আয়ের চেয়ে ব্যয় বাড়বে। তা যথাসম্ভব বুঝে খরচ করতে হবে। দাম্পত্য জীবনেও দেখা দেবে তিক্ততা।
advertisement
8/9
কন্যা রাশি:  চণ্ডাল যোগের বিপত্তির হাত থেকে নিষ্কৃতি পাবেন না কন্যা রাশির জাতক-জাতিকারাও। তাঁদেরও পড়তে হবে আর্থিক সমস্যার মুখে।
কন্যা রাশি: চণ্ডাল যোগের বিপত্তির হাত থেকে নিষ্কৃতি পাবেন না কন্যা রাশির জাতক-জাতিকারাও। তাঁদেরও পড়তে হবে আর্থিক সমস্যার মুখে।
advertisement
9/9
 কন্যা রাশি: স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে, সতর্ক না হলেই বড়সড় প্রমাদ ঘটে যেতে পারে জীবনে।   (প্রতিবেদনের তথ্য জ্যোতিষ ভিত্তিক, নিউজ ১৮ বাংলা এর কোনও তথ্য নিশ্চিত করে না)।
কন্যা রাশি: স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে, সতর্ক না হলেই বড়সড় প্রমাদ ঘটে যেতে পারে জীবনে। (প্রতিবেদনের তথ্য জ্যোতিষ ভিত্তিক, নিউজ ১৮ বাংলা এর কোনও তথ্য নিশ্চিত করে না)।
advertisement
advertisement
advertisement