কুম্ভ- গণনা মতে, এই চার রাজযোগের সর্বাধিক সুফল পেতে চলেছেন কুম্ভ রাশির জাতক-জাতিকারা। শশ রাজযোগ এই রাশির কেন্দ্রে তৈরি হয়েছে এবং নীচভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে অর্থকক্ষে। ফলে, স্বাভাবিক ভাবেই এঁরা প্রভূত অর্থলাভ করতে চলেছেন। শুধু তাই নয়, এই সময়ে জীবনসঙ্গী/সঙ্গিনীর সঙ্গেও সম্পর্কের বন্ধন সুদৃঢ় হয়ে উঠবে।
মেষ-দীর্ঘ ২০ বছর পরে একত্র আবির্ভূত হওয়া এই চার রাজযোগ মেষ রাশির জাতক-জাতিকাদের পক্ষেও অতীব মঙ্গলজনক সাব্যস্ত হতে চলেছে। এই চার যোগ মেষ রাশির যে কক্ষে উদ্ভূত হয়েছে তা আকস্মিক ভাবে অর্থলাভ এবং সর্বমনোবাঞ্ছা পূরণের কক্ষ। এর ফলে উপার্জনের নতুন নতুন উৎস তৈরি হবে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে উপার্জনবৃদ্ধির একাধিক সুযোগ পাবেন। একই সঙ্গে মনের অন্য কামনাও ফলপ্রসূ হবে।
মকর-নীচভঙ্গ, শশ, বুধাদিত্য, হংস রাজযোগ তো বটেই, একই সঙ্গে এই রাশির কক্ষে উদ্ভূত হবে গজকেশরী রাজযোগও। এর ফলে, অর্থলাভের সব রুদ্ধ দ্বার উন্মুক্ত হতে চলেছে। এই রাশির জাতক-জাতিকারা নানা উৎস থেকে যেমন ধনলাভ করবেন, তেমনই সম্পত্তিসংক্রান্ত বিষয়েও তাঁদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। কর্মক্ষেত্রে পদোন্নতি হবে, পরিবারে ভাই-বোনের সমর্থন মিলবে সব কাজে। অবিবাহিতদের বিবাহযোগ অতি প্রবল- মনোমতো সঙ্গী/সঙ্গিনী লাভ ত্বরান্বিত হতে চলেছে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)