Ganesh Chaturthi Vastu Eating Tips 2025: আজ গণেশ চতুর্থী! ভুলেও দাঁতে কাটবেন না এই ৩ সবজি ও ১ শাক! সংসার তছনছ হয়ে লন্ডভন্ড জীবন!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Ganesh Chaturthi Vastu Eating Tips 2025: গণেশ চতুর্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি৷ আরও অন্যান্য পার্বণের মতো এই দিনেও নির্দিষ্ট কিছু আহার বিধি আছে৷
ভাদ্র মাসে চলেই এল গণেশ চতুর্থী৷ দেশ জুড়ে ঘরে ঘরে পূজিত হবেন সিদ্ধিদাতা গণপতি৷ সব কাজে সাফল্য এবং সিদ্ধিলাভের মনস্কামনায় বিনায়কের কাছে পুজো দেবেন ভক্তরা৷ আগামী ২৭ অগাস্ট, বুধবার পালিত হবে গণেশ চতুর্থী৷ সেদিন সূর্যোদয় থেকে শুরু করে দুপুর ৩.৪৪ পর্যন্ত আছে এই তিথি৷ আগের দিন অর্থাৎ ২৬ অগাস্ট মঙ্গলবার দুপুর ১.৫৫ মিনিটে এই তিথি শুরু হচ্ছে৷ উদয় তিথি অনুযায়ী গণেশ চতুর্থী পালিত হবে বুধবার৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement