Ganesh Chathurthi 2025: গণেশ চতুর্থীতে এই টোটকা মানলেই খুলে যাবে সৌভাগ্যের দরজা, পাবেন বিঘ্নহর্তার কৃপা! পকেটে উপচে পড়বে টাকা

Last Updated:
Ganesh Chaturthi: গণেশ চতুর্থীর দিন গণেশের আরাধনা মোদক ছাড়া অসম্পূর্ণ। পৌরাণিক কাহিনি অনুসারে, ২১টি মোদক নিবেদন না করলে গণেশ পূজা সম্পন্ন হয় না। এই বিশেষ মিষ্টি গণপতির খুব প্রিয়।
1/7
বুধবার গনেশ চতুর্থী। গণেশ চতুর্থীর দিনে মোদককে বাদ দেওয়া যায় না। কিন্তু গনেশের পুজো মোদক ছাড়া অসম্পূর্ণ। তাই বিভিন্ন রকমের মোদক দেওয়া হয় গনেশকে।
বুধবার গনেশ চতুর্থী। গণেশ চতুর্থীর দিনে মোদককে বাদ দেওয়া যায় না। কিন্তু গনেশের পুজো মোদক ছাড়া অসম্পূর্ণ। তাই বিভিন্ন রকমের মোদক দেওয়া হয় গনেশকে।
advertisement
2/7
মূলত প্রায় ১০দিন ধরে চলে গণেশ উত্‍সব। তবে অনেকেই এক দিন, তিন দিন, সাত দিন ধরে পুজো করে থাকেন। কথিত আছে যে গণেশ চতুর্থীর দিন গণেশের আরাধনা করলে বিঘ্নহর্তার ভক্তের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেন। আর গণেশের আরাধনা মোদক ছাড়া কখনওই সম্পূর্ণ হয় না।
মূলত প্রায় ১০দিন ধরে চলে গণেশ উত্‍সব। তবে অনেকেই এক দিন, তিন দিন, সাত দিন ধরে পুজো করে থাকেন। কথিত আছে যে গণেশ চতুর্থীর দিন গণেশের আরাধনা করলে বিঘ্নহর্তার ভক্তের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেন। আর গণেশের আরাধনা মোদক ছাড়া কখনওই সম্পূর্ণ হয় না।
advertisement
3/7
পুরোহিত চন্ডিচরণ জানিয়েছেন, গণেশ মোদক খেতে ভালবাসেন। তবে, গণেশকে মোদক ছাড়াও বোঁদের লাড্ডু, বেসনের লাড্ডুও নিবেদন করা যায়। কিন্তু আপনি কি জানেন ২১টা মোদক ছাড়া গনেশের পুজো সম্পন্ন হয় না?
পুরোহিত চন্ডিচরণ জানিয়েছেন, গণেশ মোদক খেতে ভালবাসেন। তবে, গণেশকে মোদক ছাড়াও বোঁদের লাড্ডু, বেসনের লাড্ডুও নিবেদন করা যায়। কিন্তু আপনি কি জানেন ২১টা মোদক ছাড়া গনেশের পুজো সম্পন্ন হয় না?
advertisement
4/7
পৌরানিক কাহিনি অনুযায়ী, একবার ভগবান শিব দেবী পার্বতী এবং ভগবান গণেশের সঙ্গে বনে তাঁর বাড়িতে অনুসূয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁদের সফরে, অনুসূয়া প্রথমে ভগবান গণেশকে খাবার পরিবেশন করেছিলেন এবং তিনি বলেছিলেন যে গণেশের খিদে মিটে গেলেই তিনি ভগবান শিবের সেবা করবেন। কিন্তু কিছুতেই গণেশের খিদে নিবৃত্তি হয় না।
পৌরানিক কাহিনি অনুযায়ী, একবার ভগবান শিব দেবী পার্বতী এবং ভগবান গণেশের সঙ্গে বনে তাঁর বাড়িতে অনুসূয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁদের সফরে, অনুসূয়া প্রথমে ভগবান গণেশকে খাবার পরিবেশন করেছিলেন এবং তিনি বলেছিলেন যে গণেশের খিদে মিটে গেলেই তিনি ভগবান শিবের সেবা করবেন। কিন্তু কিছুতেই গণেশের খিদে নিবৃত্তি হয় না।
advertisement
5/7
তাই অনুসূয়া তাঁকে এক টুকরো মিষ্টি খাবার পরিবেশন করেছিলেন। সেই মিষ্টি ছিল মোদক। সুস্বাদু মোদক খেয়ে গণেশের মন ও পেট দুইই ভরে গিয়েছিল। হাবেভাবে ভগবান গণেশ বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি প্রসন্ন হয়েছেন। গণেশকে শান্ত করতে শিব ২১ বার ঢেকুর দিয়েছিলেন।
তাই অনুসূয়া তাঁকে এক টুকরো মিষ্টি খাবার পরিবেশন করেছিলেন। সেই মিষ্টি ছিল মোদক। সুস্বাদু মোদক খেয়ে গণেশের মন ও পেট দুইই ভরে গিয়েছিল। হাবেভাবে ভগবান গণেশ বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি প্রসন্ন হয়েছেন। গণেশকে শান্ত করতে শিব ২১ বার ঢেকুর দিয়েছিলেন।
advertisement
6/7
ভগবান শিব ২১ বার ঢেকুর দিয়েছিলেন সেটা দেবী পার্বতী জানতে পারেন। দেবী পার্বতী জানতে পেরেছিলেন যে এই মোদক যা তাঁদের উভয়কেই তৃপ্ত করেছে, তখনই তিনি একটি ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাঁর সেই ইচ্ছা ছিল যে গণপতির ভক্তরা সর্বদা তাঁকে ২১টি মোদক নিবেদন করবেন। তারপর থেকে, গণেশের পুজোয় সব সময় ২১টি মোদক দেওয়া হয়।
ভগবান শিব ২১ বার ঢেকুর দিয়েছিলেন সেটা দেবী পার্বতী জানতে পারেন। দেবী পার্বতী জানতে পেরেছিলেন যে এই মোদক যা তাঁদের উভয়কেই তৃপ্ত করেছে, তখনই তিনি একটি ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাঁর সেই ইচ্ছা ছিল যে গণপতির ভক্তরা সর্বদা তাঁকে ২১টি মোদক নিবেদন করবেন। তারপর থেকে, গণেশের পুজোয় সব সময় ২১টি মোদক দেওয়া হয়।
advertisement
7/7
গণেশ চতুর্থীতে ২১টি মোদক দিয়ে নিবেদন করুন। হবে মনস্কামনা পূর্ণ। কারণ মোদক গনেশের খুব প্রিয় বলেই মনে করা হয়।
গণেশ চতুর্থীতে ২১টি মোদক দিয়ে নিবেদন করুন। হবে মনস্কামনা পূর্ণ। কারণ মোদক গনেশের খুব প্রিয় বলেই মনে করা হয়।
advertisement
advertisement
advertisement