Ganesh chaturthi 2023: গণেশের আর্শীবাদ থাকবে মাথার উপরে! বাড়বে আর্থিক লাভ, রাশি মিলিয়ে এই কাজ করুন

Last Updated:
Ganesh Chaturthi 2023: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গণেশ চতুর্থীর দিন গজাননের প্রিয় খাবার নিবেদন করলে ভগবান প্রসন্ন হন। তবে সেটা করতে হবে রাশি অনুযায়ী
1/9
হিন্দু ধর্মে যে কোনও পুজোর শুরুতেই শ্রীগণেশের আরাধনা করা হয়। তাঁর পুজো ছাড়া কোনও শুভ কাজ হয় না। প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী।
হিন্দু ধর্মে যে কোনও পুজোর শুরুতেই শ্রীগণেশের আরাধনা করা হয়। তাঁর পুজো ছাড়া কোনও শুভ কাজ হয় না। প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী।
advertisement
2/9
এ বছর গণেশ চতুর্থী আজ, ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার উদযাপিত হচ্ছে।   জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গণেশ চতুর্থীর দিন গজাননের প্রিয় খাবার নিবেদন করলে ভগবান প্রসন্ন হন। তবে সেটা করতে হবে রাশি অনুযায়ী।
এ বছর গণেশ চতুর্থী আজ, ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার উদযাপিত হচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গণেশ চতুর্থীর দিন গজাননের প্রিয় খাবার নিবেদন করলে ভগবান প্রসন্ন হন। তবে সেটা করতে হবে রাশি অনুযায়ী।
advertisement
3/9
অযোধ্যার জ্যোতিষী কল্কি রাম বলছেন, এই দিন রাশি অনুযায়ী ভগবান গণেশকে নৈবেদ্য দিলে কাঙ্ক্ষিত ফল লাভ হয়। কোন রাশির জাতক-জাতিকারা কী নৈবেদ্য দেবেন? দেওয়া হল তার হদিশ।
অযোধ্যার জ্যোতিষী কল্কি রাম বলছেন, এই দিন রাশি অনুযায়ী ভগবান গণেশকে নৈবেদ্য দিলে কাঙ্ক্ষিত ফল লাভ হয়। কোন রাশির জাতক-জাতিকারা কী নৈবেদ্য দেবেন? দেওয়া হল তার হদিশ।
advertisement
4/9
মেষ রাশি: মেষ রাশির জাতক-জাতিকাদের গণেশ চতুর্থীতে লাড্ডু নিবেদন করা উচিত।   বৃষ রাশি: কাঙ্ক্ষিত ফল পেতে বৃষ রাশির জাতক-জাতিকাদের গণেশ চতুর্থীর দিন মোদক অর্পণ করতে হবে।
মেষ রাশি: মেষ রাশির জাতক-জাতিকাদের গণেশ চতুর্থীতে লাড্ডু নিবেদন করা উচিত। বৃষ রাশি: কাঙ্ক্ষিত ফল পেতে বৃষ রাশির জাতক-জাতিকাদের গণেশ চতুর্থীর দিন মোদক অর্পণ করতে হবে।
advertisement
5/9
 মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকাদেরও মোদক অর্পণ করতে হবে। এতে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।   কর্কট রাশি: কর্কট রাশির জাতক-জাতিকাদের গণেশ চতুর্থীর দিন মতিচুর লাড্ডু নিবেদনের পরামর্শ দেওয়া হয়।
মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকাদেরও মোদক অর্পণ করতে হবে। এতে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। কর্কট রাশি: কর্কট রাশির জাতক-জাতিকাদের গণেশ চতুর্থীর দিন মতিচুর লাড্ডু নিবেদনের পরামর্শ দেওয়া হয়।
advertisement
6/9
 সিংহ রাশি: সিংহ রাশির জাতক-জাতিকাদের গণেশ চতুর্থীর দিন হলুদ বুন্দির লাড্ডু নিবেদন করা উচিত।   কন্যা রাশি: এই দিন কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। শ্রীগণেশকে কমলা রঙের লাড্ডু অর্পণ করতে হবে।
সিংহ রাশি: সিংহ রাশির জাতক-জাতিকাদের গণেশ চতুর্থীর দিন হলুদ বুন্দির লাড্ডু নিবেদন করা উচিত। কন্যা রাশি: এই দিন কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। শ্রীগণেশকে কমলা রঙের লাড্ডু অর্পণ করতে হবে।
advertisement
7/9
 তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকাদের গণেশ চতুর্থীর দিন মোদক ও রসমালাই নিবেদন করা উচিত।   বৃশ্চিক রাশি: কাঙ্ক্ষিত ফল লাভে গণেশ চতুর্থীতে মতিচুর লাড্ডু অর্পণের পরামর্শ দেওয়া হয় বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের।
তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকাদের গণেশ চতুর্থীর দিন মোদক ও রসমালাই নিবেদন করা উচিত। বৃশ্চিক রাশি: কাঙ্ক্ষিত ফল লাভে গণেশ চতুর্থীতে মতিচুর লাড্ডু অর্পণের পরামর্শ দেওয়া হয় বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের।
advertisement
8/9
ধনু রাশি: ধনু রাশির জাতক-জাতিকাদের গণেশ চতুর্থীর দিন জাফরান দেওয়া ক্ষীর নিবেদন করা উচিত।   মকর রাশি: মকর রাশির জাতক-জাতিকাদের অপরাজিতা ফুল দিয়ে ভগবান গণেশকে সাজাতে হবে। এতে গজানন প্রসন্ন হন।
ধনু রাশি: ধনু রাশির জাতক-জাতিকাদের গণেশ চতুর্থীর দিন জাফরান দেওয়া ক্ষীর নিবেদন করা উচিত। মকর রাশি: মকর রাশির জাতক-জাতিকাদের অপরাজিতা ফুল দিয়ে ভগবান গণেশকে সাজাতে হবে। এতে গজানন প্রসন্ন হন।
advertisement
9/9
 কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ভগবান গণেশকে খুশি করার জন্য বেসনের লাড্ডু নিবেদন করা উচিত।  মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকাদের হলুদ রঙের মিষ্টি নিবেদন করতে হবে- সেটা লাড্ডু হতে পারে বা মোদক।   (প্রতিবেদনের তথ্য জ্যোতিষ ভিত্তিক, নিউজ ১৮ বাংলা এর কোনও তথ্য নিশ্চিত করে না)
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ভগবান গণেশকে খুশি করার জন্য বেসনের লাড্ডু নিবেদন করা উচিত। মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকাদের হলুদ রঙের মিষ্টি নিবেদন করতে হবে- সেটা লাড্ডু হতে পারে বা মোদক। (প্রতিবেদনের তথ্য জ্যোতিষ ভিত্তিক, নিউজ ১৮ বাংলা এর কোনও তথ্য নিশ্চিত করে না)
advertisement
advertisement
advertisement