GajKeshari Rajyog 2025: অপেক্ষা আর কিছুদিনের, চন্দ্র-বৃহস্পতির জুটিতে ঘুরবে খেলা! গজকেশরী রাজযোগে রকেট উন্নতি কোন কোন রাশির?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
২২ জুলাই মনের কারক গ্রহ চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে। আপাতত সেই স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। আর এই বৃহস্পতি এবং চন্দ্রের যুতির ফলে অতি শক্তিশালী গজকেশরী রাজযোগ তৈরি হতে চলেছে।
advertisement
advertisement
advertisement
কন্যা রাশিগজকেশরী রাজযোগের ফলে কন্যা রাশির মানুষদের জীবনে শুভ সময় শুরু হতে চলেছে। কারণ এই সময় আপনার জীবনে সুখের সময় আসতে চলেছে। এই সময় বেকারদের চাকরির সুযোগ আসতে চলেছে। একইসঙ্গে, সমাজে আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। শিক্ষাক্ষেত্রে আপনি সাফল্য পাবেন। এই সময় মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের লাভ হতে পারে। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে।
advertisement
মিথুন রাশিগজকেশরী রাজযোগ আপনাদের জীবনে শুভ সময় আনতে চলেছে। এই সময় এই রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত লাভপ্রদ হতে চলেছে। এই সময় আপনার ধার্মিক জায়গায় যাওয়ার যোগ রয়েছে। একই সঙ্গে এই সময় আপনার আর্থিক স্থিতি আরও মজবুত হবে। এই শুভ সময় আপনি নতুন বাড়ি, যান-বাহন কিনতে পারেন। পারিবারিক সম্পর্ক মজবুত হবে। অবিবাহিতদের বিবাহের প্রস্তাব আসতে পারে। জীবনসঙ্গীরও উন্নতি হবে।
advertisement
advertisement