Maha Saptami Rituals: বৃহস্পতিবার দুর্গা সপ্তমী! এই ছোট্ট কাজেই অভাব দূর হয়ে চুম্বকের টানে সংসারে আসবে সুখ শান্তি অর্থসম্পদ

Last Updated:
Maha Saptami Rituals:মহাসপ্তমীতে কিছু পালনীয় নিয়ম আছে৷ পালন করলে সংসারে সুখ, শান্তি, প্রাচুর্যের অভাব হয় না
1/6
রাত পোহালেই বৃহস্পতিবার দুর্গা সপ্তমী। আশ্বিনমাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে পালিত হয় এই পার্বণ।
রাত পোহালেই বৃহস্পতিবার দুর্গা সপ্তমী। আশ্বিনমাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে পালিত হয় এই পার্বণ।
advertisement
2/6
দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী বৃহস্পতিবার দুর্গা সপ্তমী আছে দুপুর ১২.৩২ পর্যন্ত। তার পরই শুরু হয়ে যাবে মহাষ্টমী তিথি।
দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী বৃহস্পতিবার দুর্গা সপ্তমী আছে দুপুর ১২.৩২ পর্যন্ত। তার পরই শুরু হয়ে যাবে মহাষ্টমী তিথি।
advertisement
3/6
সপ্তমীতে কলাবউ স্নান অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব দুর্গোৎসবের৷
সপ্তমীতে কলাবউ স্নান অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব দুর্গোৎসবের৷
advertisement
4/6
মহাসপ্তমীতে কিছু পালনীয় নিয়ম আছে৷ পালন করলে সংসারে সুখ, শান্তি, প্রাচুর্যের অভাব হয় না৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ চক্রপাণি ভাট৷
মহাসপ্তমীতে কিছু পালনীয় নিয়ম আছে৷ পালন করলে সংসারে সুখ, শান্তি, প্রাচুর্যের অভাব হয় না৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ চক্রপাণি ভাট৷
advertisement
5/6
মহাসপ্তমীতে শ্বেতচন্দন, রক্তচন্দন, সাজিমাটি এবং গিরিমাটি দিয়ে আলাদা আলাদা করে আঙুলের ফোঁটা দিন ঠাকুরের সিংহাসনে৷
মহাসপ্তমীতে শ্বেতচন্দন, রক্তচন্দন, সাজিমাটি এবং গিরিমাটি দিয়ে আলাদা আলাদা করে আঙুলের ফোঁটা দিন ঠাকুরের সিংহাসনে৷
advertisement
6/6
বাড়ির প্রধান দরজায়, আলমারিতে বা যেখানে টাকা পয়সা অর্থ সম্পদ রাখেন সেখানেও এই ফোঁটা দিন৷ সংসার থেকে বিদায় নেবে অভাব৷
বাড়ির প্রধান দরজায়, আলমারিতে বা যেখানে টাকা পয়সা অর্থ সম্পদ রাখেন সেখানেও এই ফোঁটা দিন৷ সংসার থেকে বিদায় নেবে অভাব৷
advertisement
advertisement
advertisement