দেশের অন্যান্য প্রান্তে হোলি পার্বণ শুরুর আগেই বাংলা মেতে উঠবে দোলপূর্ণিমায়। দোলযাত্রা বা দোলপূর্ণিমা একদিকে যেমন সবার রঙে রং মেশানোর পালা, তেমনই এই তিথিতে পূজিত হন শ্রীরাধা ও কৃষ্ণ।
2/ 6
দোলপূর্ণিমাতেই পালিত হয় মহাপ্রভু শ্রীচৈতন্যর জন্মতিথি বা আবির্ভাব তিথিও। তাই পূর্ণিমা তিথি কখন শুরু হবে, কত ক্ষণই বা থাকবে ফাল্গুনী পূর্ণিমা তিথি, জেনে রাখা জরুরি।
3/ 6
বাংলায় একাধিক পঞ্জিকা মত অনুসরণ করা হয়। এক একটি পঞ্জিকা অনুযায়ী এক এক রকম হয় পূর্ণিমার নির্ঘণ্ট।
4/ 6
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী সোমবার, ৬ মার্চ বিকেল ৪ টে ১৯ মিনিটে শুরু হবে পূর্ণিমা। থাকবে ৭ মার্চ, বিকেল ৬ টা ১০ মিনিট পর্যন্ত।
5/ 6
গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে পূর্ণিমা শুরু হচ্ছে সোমবার ৬ মার্চ বিকেল ৪টে ১৮ মিনিট ৪৮ সেকেন্ডে। এই তিথি থাকবে মঙ্গলবার ৭ মার্চ, সন্ধ্যা ৬টা ৪০ সেকেন্ড পর্যন্ত।
6/ 6
তবে দু’টি পঞ্জিকা মত অনুযায়ীই মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সময় পূর্ণিমা তিথি থাকবে, তাই সেদিনই পালিত হবে দোলপূর্ণিমা বা দোলযাত্রা।
Dolyatra 2023: দোলযাত্রায় বাড়িতে পুজো করবেন? জেনে নিন বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্ত প্রেস পঞ্জিকা মতে কত ক্ষণ থাকবে পূর্ণিমা তিথি
দেশের অন্যান্য প্রান্তে হোলি পার্বণ শুরুর আগেই বাংলা মেতে উঠবে দোলপূর্ণিমায়। দোলযাত্রা বা দোলপূর্ণিমা একদিকে যেমন সবার রঙে রং মেশানোর পালা, তেমনই এই তিথিতে পূজিত হন শ্রীরাধা ও কৃষ্ণ।
Dolyatra 2023: দোলযাত্রায় বাড়িতে পুজো করবেন? জেনে নিন বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্ত প্রেস পঞ্জিকা মতে কত ক্ষণ থাকবে পূর্ণিমা তিথি
দোলপূর্ণিমাতেই পালিত হয় মহাপ্রভু শ্রীচৈতন্যর জন্মতিথি বা আবির্ভাব তিথিও। তাই পূর্ণিমা তিথি কখন শুরু হবে, কত ক্ষণই বা থাকবে ফাল্গুনী পূর্ণিমা তিথি, জেনে রাখা জরুরি।
Dolyatra 2023: দোলযাত্রায় বাড়িতে পুজো করবেন? জেনে নিন বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্ত প্রেস পঞ্জিকা মতে কত ক্ষণ থাকবে পূর্ণিমা তিথি
গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে পূর্ণিমা শুরু হচ্ছে সোমবার ৬ মার্চ বিকেল ৪টে ১৮ মিনিট ৪৮ সেকেন্ডে। এই তিথি থাকবে মঙ্গলবার ৭ মার্চ, সন্ধ্যা ৬টা ৪০ সেকেন্ড পর্যন্ত।