Vastu Tips: ঘরে এই জায়গায় ভুলেও টাকা রাখবেন না! ভিখারি হয়ে যাবেন! তাহলে সঠিক জায়গা কোনটা?

Last Updated:
Vastu Tips: টাকা সঠিক জায়গায় রাখা, নিরাপত্তার জন্য লোক চক্ষুর আড়ালে সকলেই টাকা রেখে থাকেন। কিন্তু বাস্তু মতে ঘরের কোথায় টাকা রাখা উচিত? তা জানা অবশ্যই দরকার।
1/5
টাকা সঠিক জায়গায় রাখা, নিরাপত্তার জন্য লোক চক্ষুর আড়ালে সকলেই টাকা রেখে থাকেন। কিন্তু বাস্তু মতে ঘরের কোথায় টাকা রাখা উচিত? তা জানা অবশ্যই দরকার। তা না হলে রাজা থেকে ফকিরও হয়ে যেতে পারেন আপনি।
টাকা সঠিক জায়গায় রাখা, নিরাপত্তার জন্য লোক চক্ষুর আড়ালে সকলেই টাকা রেখে থাকেন। কিন্তু বাস্তু মতে ঘরের কোথায় টাকা রাখা উচিত? তা জানা অবশ্যই দরকার। তা না হলে রাজা থেকে ফকিরও হয়ে যেতে পারেন আপনি।
advertisement
2/5
ঘরের আলমারির লকার বা ড্রয়ারেই সকলে টাকা রেখে থাকেন। তা নিয়ে কোনও সমস্যা নেই। আমলমারি কোন দিকে রয়েছে সেটাই আসল। বাস্তু শাস্ত্র মতে বলা হয়, ঘরের দক্ষিণ দিকে কখনোই টাকা রাখা ভালো না। তাহলে অর্থসংকট দেখা দিতে পারে।  (প্রতীকী ছবি)
ঘরের আলমারির লকার বা ড্রয়ারেই সকলে টাকা রেখে থাকেন। তা নিয়ে কোনও সমস্যা নেই। আমলমারি কোন দিকে রয়েছে সেটাই আসল। বাস্তু শাস্ত্র মতে বলা হয়, ঘরের দক্ষিণ দিকে কখনোই টাকা রাখা ভালো না। তাহলে অর্থসংকট দেখা দিতে পারে। (প্রতীকী ছবি)
advertisement
3/5
বাড়ির বেডরুম বা শয্যার জায়গায় টাকা ভুলেও রাখবেন না। ঘরের আলমারি বা ড্রয়ার যদি দক্ষিণ দিকে থাকে তবে টাকা রাখা উচিত নয় কখনোই। এর ফলে পরিবারে আর্থিক অবস্থার অবনতি ঘটতে পারে।   (প্রতীকী ছবি)
বাড়ির বেডরুম বা শয্যার জায়গায় টাকা ভুলেও রাখবেন না। ঘরের আলমারি বা ড্রয়ার যদি দক্ষিণ দিকে থাকে তবে টাকা রাখা উচিত নয় কখনোই। এর ফলে পরিবারে আর্থিক অবস্থার অবনতি ঘটতে পারে। (প্রতীকী ছবি)
advertisement
4/5
বাস্তু শাস্ত্র মতে ঘরের দক্ষিণ দিকে টাকা রাখা অশুভ বলে মনে করা হয়। তবে ঘরের উত্তর দিককে এক্ষেত্রে শুভ বলে বিবেচনা করা হয়। তাই ঘরের উত্তর দিকে আলমারি বা ড্রয়ার থাকলে অবশ্যই টাকা সেখানে সযত্নে রাখতে পারেন।   (প্রতীকী ছবি)
বাস্তু শাস্ত্র মতে ঘরের দক্ষিণ দিকে টাকা রাখা অশুভ বলে মনে করা হয়। তবে ঘরের উত্তর দিককে এক্ষেত্রে শুভ বলে বিবেচনা করা হয়। তাই ঘরের উত্তর দিকে আলমারি বা ড্রয়ার থাকলে অবশ্যই টাকা সেখানে সযত্নে রাখতে পারেন। (প্রতীকী ছবি)
advertisement
5/5
অনেকে আবার রান্নাঘরে মসলার কৌটাতে বা বাথরুমে টাকা রাখেন যাতে তা কারোর চোখে না পড়ে। কিন্তু এই দুই স্থানে টাকা রাখা উচিত নয় বলেই বাস্তু শাস্ত্র মত প্রকাশ করে। ঘরের উত্তর দিকে লক্ষ্মীর ভার রেখে সেখানে টাকা জমানোই বেশি ভাল।  (প্রতীকী ছবি)
অনেকে আবার রান্নাঘরে মসলার কৌটাতে বা বাথরুমে টাকা রাখেন যাতে তা কারোর চোখে না পড়ে। কিন্তু এই দুই স্থানে টাকা রাখা উচিত নয় বলেই বাস্তু শাস্ত্র মত প্রকাশ করে। ঘরের উত্তর দিকে লক্ষ্মীর ভার রেখে সেখানে টাকা জমানোই বেশি ভাল। (প্রতীকী ছবি)
advertisement
advertisement
advertisement