Diwali 2024:দীপাবলির পুজো একমাত্র রাতেই হয় কেন? কেন এ দিন পুজো হয় লক্ষ্মীর? দেখে নিন সেই ঐতিহ্যের ইতিহাস
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Diwali Puja 2024 Tradition: কার্তিক মাসের ঘোর অমাবস্যায় হয় কালীপুজো। এ দিনেই লক্ষ্ণী-গণেশের পুজো দিয়ে পালিত হয় দীপাবলিও। কেন রাতেই হয় এই পুজো, জানেন?
advertisement
advertisement
advertisement
advertisement
হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে, রাতের সময়টি দেবী লক্ষ্মীর সবচেয়ে প্রিয় সময়। দীপাবলির দিনে অমাবস্যা হয়, যখন চাঁদ দেখা যায় না এবং খুব অন্ধকার থাকে। এমন পরিস্থিতিতে দীপাবলির রাতে ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীকে স্বাগত জানানো হয়। দেবী লক্ষ্মীকে 'জ্যোতির' প্রতীক মনে করা হয় এবং রাতে প্রদীপ জ্বালানো অজ্ঞতা ও অন্ধকার দূর করার বার্তা দেয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কেন কালীপুজো হয় রাতে? নেপথ্যে আছে ছোট্ট কারণ। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসানে হয় দেবীপক্ষের সূচনা। মহালয়ার দিন পিতৃপুরুষকে জল দেওয়ার রীতি রয়েছে। শাস্ত্র বিশেষজ্ঞদের মতে, ওই দিন স্ব-স্ব লোক থেকে বিদেহী আত্মারা তাঁদের উত্তরপুরুষের হাত থেকে জল গ্রহণে জন্য পৃথিবীলোকে আসেন। এ লোকে তাঁরা থাকেন মহালয়া থেকে দীপাবলি পর্যন্ত। অর্থাৎ প্রায় একমাস ধরে মর্ত্যেই বিচরণ তাঁদের।
advertisement
advertisement