Dhanteras 2023: পিতলের পাত্রে রাখুন ১৩টা ধনে! ধনতেরাসে ১৩তেই কিন্তু লুকিয়ে সৌভাগ্য, জানুন আর কী কী করবেন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ধনতেরাসে রুপোর মুদ্রা কেনার পরামর্শ দেন অনেকেই৷ এই দিনে নতুন কেনা রুপোর মুদ্রা এবং পুরনো রুপোর মুদ্রা মিলিয়ে ১৩ টি মুদ্রায় হলুদ ছুঁইয়ে মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে হয়৷ এতে সংসারে কোনওদিন আর্থিক সঙ্কট আসে না৷ দূরে থাকে ঋণ৷
advertisement
আমরা অনেকেই মনে করি ১৩ নম্বর জীবনে দুর্ভাগ্য ডেকে আনে৷ কোনও শুভ কাজই আমরা ১৩ তারিখে করতে চাই না৷ কিন্তু, জেনে রাখবেন, ধনতেরাসে কিন্তু, এই ১৩ সংখ্যাকেই সৌভাগ্যের সংখ্যা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়৷ পণ্ডিতেরা বলে থাকেন, এই দিনে সোনা, রুপা, কাঁসা, পিতল, তামা ইত্যাদি কিনলে সম্পদ ১৩ গুণ বৃদ্ধি পায়৷ পাশাপাশি, এই তিথিতে ধন্বন্তরীর পুজো করলে স্বাস্থ্যের ১৩ গুণ উন্নতি হয় বলে লৌকিক বিশ্বাস৷ এছাড়াও, রয়েছে ১৩ সম্পর্কিত একাধিক উপাচারের নিধান৷
advertisement
সংসারের সুখ, শান্তি, সমৃদ্ধি বাড়ানোর জন্য এই শুভ দিনে সন্ধে বেলা ১৩টি দীপ জ্বালানোর পরামর্শ দেন পণ্ডিতেরা৷ এই দিন সন্ধ্যায় ১৩ টি প্রদীপ জ্বালিয়ে বাড়ির বিভিন্ন ঘরের দরজায় এবং উঠোনের বাইরে রেখে আসুন। এই উপাচার পালন করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন। চাকরি ও ব্যবসায় আসা বাধা দূর হয়। এদিন প্রদীপ জ্বালালে ঘরের যাবতীয় নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়। সংসারে প্রবেশ করে ইতিবাচক শক্তি।
advertisement
advertisement
advertisement
advertisement