Datura Plant: বাড়ির সঠিক স্থানে রাখুন এই গাছ ! শিবের অপার কৃপায় সুখের সাগরে ভাসবেন

Last Updated:
Datura Plant: বাড়িতে সঠিক দিকে এই গাছ রাখলে ভগবান শিবের কৃপায় সব কষ্ট দূর হয়! জানুন বিশেষজ্ঞের মত
1/5
এমন কিছু গাছ রয়েছে, যেগুলি বাড়িতে লাগানো অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। এই সমস্ত গাছগুলি বাড়িতে রাখার বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রে। ধুতুরা হল তেমনই একটি গাছ।
এমন কিছু গাছ রয়েছে, যেগুলি বাড়িতে লাগানো অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। এই সমস্ত গাছগুলি বাড়িতে রাখার বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রে। ধুতুরা হল তেমনই একটি গাছ।
advertisement
2/5
বাস্তবিদ অচিন্ত্য সামন্ত বলছেন, মনে করা হয় ধুতুরা গাছের ফুল ও ফলে ভগবান শিবের বসবাস। এই গাছ বাড়িতে থাকলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায়। তাই ধুতুরা ফুলের গাছ বাড়িতে রাখা অত্যন্ত উপকারী।
বাস্তবিদ অচিন্ত্য সামন্ত বলছেন, মনে করা হয় ধুতুরা গাছের ফুল ও ফলে ভগবান শিবের বসবাস। এই গাছ বাড়িতে থাকলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায়। তাই ধুতুরা ফুলের গাছ বাড়িতে রাখা অত্যন্ত উপকারী।
advertisement
3/5
তিনি জানিয়েছেন ধুতুরা ফুলের গাছ বাড়িতে থাকলে দম্পতির সম্পর্ক মধুর হয়। অশান্তি কেটে যায়। এছাড়াও যে ঘরে ভগবান শিবের বসবাস হয়, সেখানে অর্থ, সম্পত্তি, অন্ন, বস্ত্রের কোনও অভাব হয় না।
তিনি জানিয়েছেন ধুতুরা ফুলের গাছ বাড়িতে থাকলে দম্পতির সম্পর্ক মধুর হয়। অশান্তি কেটে যায়। এছাড়াও যে ঘরে ভগবান শিবের বসবাস হয়, সেখানে অর্থ, সম্পত্তি, অন্ন, বস্ত্রের কোনও অভাব হয় না।
advertisement
4/5
অচিন্ত্য বাবু বলছেন, বাড়িতে ধুতুরা ফুলের গাছ রাখার জন্য দুটি জায়গা সব থেকে ভাল। প্রথমত ধুতুরা ফুলের গাছ রাখা যেতে পারে বাড়ির উত্তর-পশ্চিম দিকে। এছাড়াও তুলসী মন্দিরের পাশে ধুতুরা ফুলের গাছ রাখা যেতে পারে।
অচিন্ত্য বাবু বলছেন, বাড়িতে ধুতুরা ফুলের গাছ রাখার জন্য দুটি জায়গা সব থেকে ভাল। প্রথমত ধুতুরা ফুলের গাছ রাখা যেতে পারে বাড়ির উত্তর-পশ্চিম দিকে। এছাড়াও তুলসী মন্দিরের পাশে ধুতুরা ফুলের গাছ রাখা যেতে পারে।
advertisement
5/5
তিনি জানিয়েছেন, ধুতরা ফুলের গাছ রোপন করার জন্য রবি এবং মঙ্গলবার সর্বোত্তম। তবে মঙ্গলবার এই গাছ রোপন করলে বেশি উপকার পাওয়া যায়। এই দু'দিনের পাশাপাশি সোমবার ধুতুরা গাছের গোড়ায় জল এবং সন্ধ্যায় মোমবাতি দেওয়া উচিত।
তিনি জানিয়েছেন, ধুতরা ফুলের গাছ রোপন করার জন্য রবি এবং মঙ্গলবার সর্বোত্তম। তবে মঙ্গলবার এই গাছ রোপন করলে বেশি উপকার পাওয়া যায়। এই দু'দিনের পাশাপাশি সোমবার ধুতুরা গাছের গোড়ায় জল এবং সন্ধ্যায় মোমবাতি দেওয়া উচিত।
advertisement
advertisement
advertisement