Wall Clock Vastu Tips: ঘরের ‘এই’ দেওয়ালে ঘড়ি রেখেছেন নাকি!...ওই জন্যেই সময় খারাপ যাচ্ছে, হাতেও থাকছে না টাকা!
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ঘরের নির্দিষ্ট দিকে ঘড়ি রাখলে শুভ ফল পাওয়া যায়। আবার ঘরের এমনও দিক থাকে, যে দিকের দেওয়ালে ঘড়ি রাখলে সংসারের সামগ্রিক উন্নতিই থমকে যায়৷ বাস্তু পরামর্শদাতা দিব্যা ছাবরা জানাচ্ছেন, বাড়ির কোন দিকের দেওয়ালে ঘড়ি টাঙালে সময় খারাপ যায়, কোনদিকে টাঙালে সময় ভাল৷
আমাদের জীবনে ‘সময়’ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে সময়কে মূল্য দেয়, সময়ও তাকে ভরিয়ে দেয় সাফল্যে, সম্পদে। কোনও মানুষ যদি সময় অনুযায়ী চলাফেরা করেন, তাহলে সাফল্যও সবসময় তাঁর পাশে পাশে থাকে। সময় মেনে চলার জন্য আমরা সবসময় বাড়িতে ঘড়ি ব্যবহার করি। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের কোন দিকে ঘড়ি রাখা উচিত, তার দিকও নির্ধারিত করা হয়ে থাকে।
advertisement
advertisement
advertisement
কিন্তু, এর পাশাপাশি, দিব্যা ছাবরা এ-ও জানাচ্ছেন, বাড়ির দক্ষিণমুখী দেওয়ালে বা টেবিলে ঘড়ি কখনওই রাখা উচিত নয়৷ বাস্তু পরামর্শদাতা জানাচ্ছেন, বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে ঘড়ি রাখলে বাড়ির প্রধান ব্যক্তির স্বাস্থ্যের উপরে তা খারাপ প্রভাব ফেলে। ঠিক একইভাবে, দরজার উপরেও ঘড়ি কখনওই রাখা উচিত নয়। দরজার উপরে ঘড়ি রাখলে সংসারে মানসিক চাপ বাড়ে৷ সবসময় পরিবারে চিন্তার পরিবেশ থাকে৷ এমনকি, সংসারে আর্থিক সংকটও সৃষ্টি করতে পারে।
advertisement
advertisement
বাস্তু শাস্ত্র অনুসারে, ঘরে খুব গাঢ় রঙের ঘড়ি যেমন কালো, নীল ইত্যাদি স্থাপন করা এড়িয়ে চলা উচিত৷ কারণ, এই ধরনের রং নেতিবাচক শক্তির প্রতীক। বাস্তু অনুসারে, সত্ত্ব শক্তির প্রবাহ পূর্ব এবং উত্তর দিকে বেশি হয়, তাই বাড়ির ঘড়ি সর্বদা পূর্ব বা উত্তর দিকে রাখা উচিত। দেয়ালে পেন্ডুলাম ঘড়ি স্থাপন করাও খুব শুভ বলে মনে করা হয়। এই ধরনের ঘড়ি ঘরে প্রেম, অগ্রগতি এবং সম্প্রীতি নিয়ে আসে এবং জীবনের অসুবিধা দূর করে।
advertisement
advertisement