Chanakya Niti: দাম্পত্য প্রেমে সাফল্যের গোপন মন্ত্র দিচ্ছেন চাণক্য, ভুলেও যদি স্ত্রী-রা এই কাজ করেন স্বামীর মন উড়ে যাবে আপনার থেকে

Last Updated:
Chanakya Niti: স্বামী -স্ত্রী-র সম্পর্কে মাধুর্য আনতে মেনে চলুন ছোট কয়েকটি উপায়, তাহলেই প্রেমে পরিপূর্ণ হবে দাম্পত্য৷
1/9
Chanakya Niti: স্বামী এবং স্ত্রী পৃথিবীর এমন একটি সম্পর্ক যা রক্তের সম্পর্কের না হলেও জীবনের অত্যন্ত দামীতম একটা জিনিস৷ এই সম্পর্কের ক্ষেত্রে ভালবাস, বিশ্বাসের সব অনুভূতি বজায় থাকে৷ পুরো জীবনে একে অপরের জন্য ভালবেসে হাতে হাত রেখে চলতে পারে মানুষ৷ Photo- Representative
Chanakya Niti: স্বামী এবং স্ত্রী পৃথিবীর এমন একটি সম্পর্ক যা রক্তের সম্পর্কের না হলেও জীবনের অত্যন্ত দামীতম একটা জিনিস৷ এই সম্পর্কের ক্ষেত্রে ভালবাস, বিশ্বাসের সব অনুভূতি বজায় থাকে৷ পুরো জীবনে একে অপরের জন্য ভালবেসে হাতে হাত রেখে চলতে পারে মানুষ৷ Photo- Representative
advertisement
2/9
স্বামী-স্ত্রী-র সম্পর্কে প্রেম ও বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আর এই এই ভাবে ভেবেই যদি সব কথা বলে দেন তাহলে কিন্তু বড় ভুল করবেন৷ কারণ সব কথা বলবেন না তাতে সম্পর্ক গভীরতা পাওয়ার বদলে ক্রমশ গুরুত্ব হারাতে থাকবে৷
স্বামী-স্ত্রী-র সম্পর্কে প্রেম ও বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আর এই এই ভাবে ভেবেই যদি সব কথা বলে দেন তাহলে কিন্তু বড় ভুল করবেন৷ কারণ সব কথা বলবেন না তাতে সম্পর্ক গভীরতা পাওয়ার বদলে ক্রমশ গুরুত্ব হারাতে থাকবে৷
advertisement
3/9
এসব কথা স্ত্রীর স্বামীকে বলা উচিত নয়চাণক্য বলেন, বিয়ের পর নারীদের উচিত তাদের শ্বশুরবাড়ি এবং মায়ের বাড়ির খারাপ কোনও ঘটনার কথা স্বামীকে জানানো উচিত নয়৷  সেইসঙ্গে  তাদের মায়ের বাড়ির গোপন কথা শ্বশুরবাড়ির কাছেও জানানো উচিত নয়৷  এমনকি আপনার স্বামীর কাছেও এসব কথা বলবেন না। Photo- Representative
এসব কথা স্ত্রীর স্বামীকে বলা উচিত নয়চাণক্য বলেন, বিয়ের পর নারীদের উচিত তাদের শ্বশুরবাড়ি এবং মায়ের বাড়ির খারাপ কোনও ঘটনার কথা স্বামীকে জানানো উচিত নয়৷  সেইসঙ্গে  তাদের মায়ের বাড়ির গোপন কথা শ্বশুরবাড়ির কাছেও জানানো উচিত নয়৷  এমনকি আপনার স্বামীর কাছেও এসব কথা বলবেন না। Photo- Representative
advertisement
4/9
দুই বাড়ির খারাপ কথা অন্য বাড়ি জানতে পারলে  দুই পরিবারের মধ্যে বিরোধের পরিস্থিতি তৈরি হতে পারে। আর দুই কুটুম বাড়িতে খারাপ সম্পর্ক হলে তার প্রভাব  স্বামী-স্ত্রীর সম্পর্কের উপরেও পড়ে এবং দাম্পত্য জীবন তিক্ত হয়ে যায়। Photo- Representative
দুই বাড়ির খারাপ কথা অন্য বাড়ি জানতে পারলে  দুই পরিবারের মধ্যে বিরোধের পরিস্থিতি তৈরি হতে পারে। আর দুই কুটুম বাড়িতে খারাপ সম্পর্ক হলে তার প্রভাব  স্বামী-স্ত্রীর সম্পর্কের উপরেও পড়ে এবং দাম্পত্য জীবন তিক্ত হয়ে যায়। Photo- Representative
advertisement
5/9
দান তখনই ফলপ্রসূ হয় যখন এক হাতের দান সম্পর্কে অন্য হাতও সচেতন না থাকে। এর অর্থ হ'ল আপনার কখনই যে দানের কাজটি  করেছে তার  প্রশংসা করা উচিত নয়, কারণ এটি দানের গুণকে নষ্ট করে দেয়৷ এই অবস্থায় স্ত্রী  যদি কারোকে কিছু দান করেন তাহলে সেটা  স্বামীর কাছে  বলবেন না। Photo- Representative
দান তখনই ফলপ্রসূ হয় যখন এক হাতের দান সম্পর্কে অন্য হাতও সচেতন না থাকে। এর অর্থ হ'ল আপনার কখনই যে দানের কাজটি  করেছে তার  প্রশংসা করা উচিত নয়, কারণ এটি দানের গুণকে নষ্ট করে দেয়৷ এই অবস্থায় স্ত্রী  যদি কারোকে কিছু দান করেন তাহলে সেটা  স্বামীর কাছে  বলবেন না। Photo- Representative
advertisement
6/9
চাণক্যের মতে, স্ত্রীর উচিত স্বামীর বা নিজের উপার্জনের কিছু অংশ সঞ্চয় হিসাবে রাখা এবং স্বামীর কাছে তা উল্লেখ করা উচিত নয়। পরিবারের কঠিন সময়ে এই টাকা কাজে লাগে। যদি আপনি এটি না করেন তবে সঞ্চয় যে কোনও কারণে ব্যয় হতে পারে।Photo- Representative
চাণক্যের মতে, স্ত্রীর উচিত স্বামীর বা নিজের উপার্জনের কিছু অংশ সঞ্চয় হিসাবে রাখা এবং স্বামীর কাছে তা উল্লেখ করা উচিত নয়। পরিবারের কঠিন সময়ে এই টাকা কাজে লাগে। যদি আপনি এটি না করেন তবে সঞ্চয় যে কোনও কারণে ব্যয় হতে পারে।Photo- Representative
advertisement
7/9
দাম্পত্য জীবন সফল করতে এই কাজগুলো করুনস্ত্রীদের কখনই তাদের স্বামীদের অন্য কোন পুরুষের সঙ্গে তুলনা করা উচিত নয়। চাণক্য বলেন, এতে করে স্বামীর সম্মানে আঘাত লাগে এবং দাম্পত্য জীবনের মধুরতা কমে উত্তেজনা শুরু হয়। Photo- Representative
দাম্পত্য জীবন সফল করতে এই কাজগুলো করুনস্ত্রীদের কখনই তাদের স্বামীদের অন্য কোন পুরুষের সঙ্গে তুলনা করা উচিত নয়। চাণক্য বলেন, এতে করে স্বামীর সম্মানে আঘাত লাগে এবং দাম্পত্য জীবনের মধুরতা কমে উত্তেজনা শুরু হয়। Photo- Representative
advertisement
8/9
এই একই কথা  স্বামীদের ক্ষেত্রেও প্রযোজ্য। চাণক্যের মতে, স্বামী-স্ত্রী উভয়েরই একে অপরের প্রতি ভদ্র আচরণ করা উচিত। একজন মানুষ নম্রতার সঙ্গেই হৃদয়ের উপর অধিকার কায়েম করতে পারে। ভদ্র আচরণ করলে রাগ কম হয়,  যার ফলে দাম্পত্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা কমে যায়। Photo- Representative
এই একই কথা  স্বামীদের ক্ষেত্রেও প্রযোজ্য। চাণক্যের মতে, স্বামী-স্ত্রী উভয়েরই একে অপরের প্রতি ভদ্র আচরণ করা উচিত। একজন মানুষ নম্রতার সঙ্গেই হৃদয়ের উপর অধিকার কায়েম করতে পারে। ভদ্র আচরণ করলে রাগ কম হয়,  যার ফলে দাম্পত্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা কমে যায়। Photo- Representative
advertisement
9/9
চাণক্য বলেছেন যে রাগ নিয়ন্ত্রণ করা বিবাহিত জীবনে আনন্দ এনে দেয় এবং সফল দাম্পত্য জীবনের পথ মসৃণ রাখে৷  একজন মানুষ যখন রেগে যায়  ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতা রাখে না৷  এই অবস্থায় সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে। Photo- Representative
চাণক্য বলেছেন যে রাগ নিয়ন্ত্রণ করা বিবাহিত জীবনে আনন্দ এনে দেয় এবং সফল দাম্পত্য জীবনের পথ মসৃণ রাখে৷  একজন মানুষ যখন রেগে যায়  ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতা রাখে না৷  এই অবস্থায় সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে। Photo- Representative
advertisement
advertisement
advertisement