Chaitra Amavasya Vastu Tips: আজ শনিশ্চরী অমাবস্যার সন্ধ্যায় এটার কয়েক ফোঁটা দিন জিভে! পুড়িয়ে ফেলুন এই ৩ টে জিনিস! সুখশান্তি, সৌভাগ্য, অর্থবৃষ্টিতে ভরবে জীবন

Last Updated:
Chaitra Amavasya Vastu Tips: শুক্রবার অমাবস্যা শুরু হলেও উদয় তিথি অনুসারে চৈত্র অমাবস্যা পালিত হয়েছে শনিবারই৷ এদিন খণ্ডগ্রাস সূর্যগ্রহণও ছিল৷ তবে সেটা ভারতে অদৃশ্য ছিল৷
1/9
আজ, শনিবার ছিল চৈত্র অমাবস্যা৷ শনিবার পড়েছে বলে একে শনিশ্চরী অমাবস্যা৷ তাছাড়া এদিন সূর্যগ্রহণও ছিল৷ ফলে জ্যোতিষ মাহাত্ম্য বেড়ে গিয়েছে বহুগুণ৷
আজ, শনিবার ছিল চৈত্র অমাবস্যা৷ শনিবার পড়েছে বলে একে শনিশ্চরী অমাবস্যা৷ তাছাড়া এদিন সূর্যগ্রহণও ছিল৷ ফলে জ্যোতিষ মাহাত্ম্য বেড়ে গিয়েছে বহুগুণ৷
advertisement
2/9
দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী শনিবার বিকেল ৪.২৮ পর্যন্ত ছিল চৈত্র অমাবস্যা৷ অন্য পঞ্জিকা মতে এই তিথি ছিল ৪.৪৯ পর্যন্ত৷
দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী শনিবার বিকেল ৪.২৮ পর্যন্ত ছিল চৈত্র অমাবস্যা৷ অন্য পঞ্জিকা মতে এই তিথি ছিল ৪.৪৯ পর্যন্ত৷
advertisement
3/9
শুক্রবার অমাবস্যা শুরু হলেও উদয় তিথি অনুসারে চৈত্র অমাবস্যা পালিত হয়েছে শনিবারই৷ এদিন খণ্ডগ্রাস সূর্যগ্রহণও ছিল৷ তবে সেটা ভারতে অদৃশ্য ছিল৷
শুক্রবার অমাবস্যা শুরু হলেও উদয় তিথি অনুসারে চৈত্র অমাবস্যা পালিত হয়েছে শনিবারই৷ এদিন খণ্ডগ্রাস সূর্যগ্রহণও ছিল৷ তবে সেটা ভারতে অদৃশ্য ছিল৷
advertisement
4/9
চৈত্র অমাবস্যার সন্ধ্যায় বাড়ির মূল প্রবেশদ্বার ও তুলসিতলায় প্রদীপ প্রজ্বলন করুন৷ তাহলে গ্রহণের সব দোষ কেটে যাবে৷ বলছেন জ্যোতিষ বিশারদ নন্দকিশোর মুদগল৷
চৈত্র অমাবস্যার সন্ধ্যায় বাড়ির মূল প্রবেশদ্বার ও তুলসিতলায় প্রদীপ প্রজ্বলন করুন৷ তাহলে গ্রহণের সব দোষ কেটে যাবে৷ বলছেন জ্যোতিষ বিশারদ নন্দকিশোর মুদগল৷
advertisement
5/9
মৌরি ও মিছরি গুঁড়ো করে খেলে কেটে যাবে গ্রহদোষ৷ এছাড়া মিছরি গুঁড়ো করে ময়দার সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দিন বাড়ির যেখানে কালো পিঁপড়ে থাকে, সেখানে৷ লাভ করবেন শুভ ফল৷
মৌরি ও মিছরি গুঁড়ো করে খেলে কেটে যাবে গ্রহদোষ৷ এছাড়া মিছরি গুঁড়ো করে ময়দার সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দিন বাড়ির যেখানে কালো পিঁপড়ে থাকে, সেখানে৷ লাভ করবেন শুভ ফল৷
advertisement
6/9
সর্ষের তেলে কালো তিল মিশিয়ে দান করুন শনিমন্দিরে৷ তাহলে খুলে যাবে অর্থভাগ্য৷ কেটে যাবে শনিদেবের কুদৃষ্টি৷
সর্ষের তেলে কালো তিল মিশিয়ে দান করুন শনিমন্দিরে৷ তাহলে খুলে যাবে অর্থভাগ্য৷ কেটে যাবে শনিদেবের কুদৃষ্টি৷
advertisement
7/9
আজ সাত্বিক আহার গ্রহণ করতে চেষ্টা করুন৷ যদি পারেন শনিবার সন্ধ্যায় মধুর ফোঁটা দিন জিভে৷ লাউয়ের তরকারি খাওয়ার চেষ্টা করুন৷
আজ সাত্বিক আহার গ্রহণ করতে চেষ্টা করুন৷ যদি পারেন শনিবার সন্ধ্যায় মধুর ফোঁটা দিন জিভে৷ লাউয়ের তরকারি খাওয়ার চেষ্টা করুন৷
advertisement
8/9
৭ টি করে তেজপাতা, এলাচ ও লবঙ্গ পুড়িয়ে নিন তামা বা পিতলের পাত্রে কর্পূরের আগুনে৷ তার পর সেই পবিত্র ধোঁয়া ছড়িয়ে দিন বাড়ির সর্বত্র৷
৭ টি করে তেজপাতা, এলাচ ও লবঙ্গ পুড়িয়ে নিন তামা বা পিতলের পাত্রে কর্পূরের আগুনে৷ তার পর সেই পবিত্র ধোঁয়া ছড়িয়ে দিন বাড়ির সর্বত্র৷
advertisement
9/9
তামা বা পিতলের পাত্রে রাখা ওই কর্পূর পোড়া ছাই পর দিন কোন নদী বা পুকুরের জলে বিসর্জন দিন৷ এতে সংসার থেকে অশুভ শক্তির প্রভাব দূর হবে৷ সংসারে সুখ শান্তি ও অর্থবৃষ্টি বজায় থাকবে৷
তামা বা পিতলের পাত্রে রাখা ওই কর্পূর পোড়া ছাই পর দিন কোন নদী বা পুকুরের জলে বিসর্জন দিন৷ এতে সংসার থেকে অশুভ শক্তির প্রভাব দূর হবে৷ সংসারে সুখ শান্তি ও অর্থবৃষ্টি বজায় থাকবে৷
advertisement
advertisement
advertisement