Cat Vastu Tips: বিড়াল দেখলেই দূর-দূর করেন? অজান্তেই রোজ বড় বিপদ ডাকছেন! কারণ জেনে উপায় খুঁজুন আজই

Last Updated:
Cat vastu Tips: শাস্ত্রমতে বিড়াল পুষলে যেমন কিছু উপকার রয়েছে, তেমনভাবেই বিভিন্ন গবেষণাতেও বিড়াল পোষার বেশ কিছু উপকার উঠে এসেছে।
1/13
*বাড়িতে পোষ্য রাখতে অনেকেই পছন্দ করেন। এ ক্ষেত্রে মানুষের পছন্দের তালিকায় কুকুর, বিড়াল, পাখি, মাছ রয়েছে প্রথমসারিতে। আবার এমনও অনেকে রয়েছেন যারা বাড়িতে অন্যান্য পোষ্য রাখলেও বিড়াল পোষা একেবারে পছন্দ করেন না। সংগৃহীত ছবি। 
*বাড়িতে পোষ্য রাখতে অনেকেই পছন্দ করেন। এ ক্ষেত্রে মানুষের পছন্দের তালিকায় কুকুর, বিড়াল, পাখি, মাছ রয়েছে প্রথমসারিতে। আবার এমনও অনেকে রয়েছেন যারা বাড়িতে অন্যান্য পোষ্য রাখলেও বিড়াল পোষা একেবারে পছন্দ করেন না। সংগৃহীত ছবি। 
advertisement
2/13
*কিন্তু জানলে অবাক হয়ে যাবেন, বিড়াল পোষার রয়েছে অনেক গুণ। শাস্ত্রমতে বিড়াল পোষার যেমন কিছু উপকার রয়েছে, তেমনই বিভিন্ন গবেষণাতেও দেখা গিয়েছে বিড়াল বহু উপকারে লাগে। সংগৃহীত ছবি। 
*কিন্তু জানলে অবাক হয়ে যাবেন, বিড়াল পোষার রয়েছে অনেক গুণ। শাস্ত্রমতে বিড়াল পোষার যেমন কিছু উপকার রয়েছে, তেমনই বিভিন্ন গবেষণাতেও দেখা গিয়েছে বিড়াল বহু উপকারে লাগে। সংগৃহীত ছবি। 
advertisement
3/13
*শাস্ত্রমতে, সাদা বিড়ালকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। অনেক শাস্ত্র বিশেষজ্ঞদের কথায়, ঘুম থেকে উঠে সাদা বিড়াল দেখা, অর্থ আগমনের ইঙ্গিত দেয়। বাড়িতে লক্ষ্মী পুজো করার সময় সেখানে বিড়াল ঘুরলে বুঝতে হবে, দেবী লক্ষ্মী আপনার প্রতি সদয়। সংগৃহীত ছবি। 
*শাস্ত্রমতে, সাদা বিড়ালকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। অনেক শাস্ত্র বিশেষজ্ঞদের কথায়, ঘুম থেকে উঠে সাদা বিড়াল দেখা, অর্থ আগমনের ইঙ্গিত দেয়। বাড়িতে লক্ষ্মী পুজো করার সময় সেখানে বিড়াল ঘুরলে বুঝতে হবে, দেবী লক্ষ্মী আপনার প্রতি সদয়। সংগৃহীত ছবি। 
advertisement
4/13
*বিশ্বাস করা হয়, বাড়িতে বিড়াল থাকলে নেগেটিভ এনার্জি সহজে প্রবেশ করতে পারে না। নেগেটিভ এনার্জি প্রবেশের আগেই তা আপনাকে ইঙ্গিত দেয়। বিড়ালের যে কান্নাকে অশুভ বলে মনে করা হয়, সেই করুণ ডাকের মাধ্যমে অশুভ শক্তি আগমন সম্পর্কে সচেতন করে আপনাকে। সংগৃহীত ছবি। 
*বিশ্বাস করা হয়, বাড়িতে বিড়াল থাকলে নেগেটিভ এনার্জি সহজে প্রবেশ করতে পারে না। নেগেটিভ এনার্জি প্রবেশের আগেই তা আপনাকে ইঙ্গিত দেয়। বিড়ালের যে কান্নাকে অশুভ বলে মনে করা হয়, সেই করুণ ডাকের মাধ্যমে অশুভ শক্তি আগমন সম্পর্কে সচেতন করে আপনাকে। সংগৃহীত ছবি। 
advertisement
5/13
*প্রাচীন ধর্মমতে বিশ্বাস করা হয়, যদি হঠাৎ করে আপনার বাড়িতে কোনও সাদা বিড়ালের আগমন হয়, তাহলে তা আপনার জন্য বয়ে আনে সুখবর, সৌভাগ্য। সাদা রঙের বিড়াল হঠাৎ বাড়িতে এলে চলে যায় অশুভ শক্তি। সংগৃহীত ছবি। 
*প্রাচীন ধর্মমতে বিশ্বাস করা হয়, যদি হঠাৎ করে আপনার বাড়িতে কোনও সাদা বিড়ালের আগমন হয়, তাহলে তা আপনার জন্য বয়ে আনে সুখবর, সৌভাগ্য। সাদা রঙের বিড়াল হঠাৎ বাড়িতে এলে চলে যায় অশুভ শক্তি। সংগৃহীত ছবি। 
advertisement
6/13
*যদি আপনার বাড়িতে বেশ কয়েকটি বিড়াল একে অপরের সঙ্গে লড়াই করে, তবে তা ভাল বলে মনে করা হয় না। সংগৃহীত ছবি। 
*যদি আপনার বাড়িতে বেশ কয়েকটি বিড়াল একে অপরের সঙ্গে লড়াই করে, তবে তা ভাল বলে মনে করা হয় না। সংগৃহীত ছবি। 
advertisement
7/13
*সাদা বিড়াল অধিকাংশ সময় ঘুমিয়ে থাকে। তাই আপনার চারপাশে সাদা বিড়াল ঘুরতে থাকলে বুঝবেন, সে আপনাকে কাজ থেকে বিরতি নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। তাই এমন কিছু হলে কাজ থেকে বিরতি নিয়ে বিশ্রাম করুন। ঘুম সংক্রান্ত একটি গবেষণায় উঠে এসেছে, বিড়াল থাকলে ঘুম ভাল হয়। সংগৃহীত ছবি। 
*সাদা বিড়াল অধিকাংশ সময় ঘুমিয়ে থাকে। তাই আপনার চারপাশে সাদা বিড়াল ঘুরতে থাকলে বুঝবেন, সে আপনাকে কাজ থেকে বিরতি নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। তাই এমন কিছু হলে কাজ থেকে বিরতি নিয়ে বিশ্রাম করুন। ঘুম সংক্রান্ত একটি গবেষণায় উঠে এসেছে, বিড়াল থাকলে ঘুম ভাল হয়। সংগৃহীত ছবি। 
advertisement
8/13
*বাড়িতে বিড়াল বসলে শারীরিকভাবেও বেশ কিছু উপকার পাওয়া যায়। বেশ কয়েকটি গবেষণায় উঠে এসেছে এমন কয়েকটি তথ্য। একটি গবেষণায় দেখা গিয়েছে, যে ব্যক্তি বিড়ালকে পোষ্য হিসেবে রাখেন, তার মানসিক চাপ অনেক কম থাকে। তার হৃদরোগের সম্ভাবনা কমে যায় প্রায় ৩০ শতাংশ। সংগৃহীত ছবি। 
*বাড়িতে বিড়াল বসলে শারীরিকভাবেও বেশ কিছু উপকার পাওয়া যায়। বেশ কয়েকটি গবেষণায় উঠে এসেছে এমন কয়েকটি তথ্য। একটি গবেষণায় দেখা গিয়েছে, যে ব্যক্তি বিড়ালকে পোষ্য হিসেবে রাখেন, তার মানসিক চাপ অনেক কম থাকে। তার হৃদরোগের সম্ভাবনা কমে যায় প্রায় ৩০ শতাংশ। সংগৃহীত ছবি। 
advertisement
9/13
*বিড়ালের মিউ-মিউ ডাকটি একটি সুন্দর শব্দ হিসেবে বিবেচনা করা হয়। অনেকক্ষেত্রে অস্থিসন্ধি বা পেশীর চিকিৎসায় থেরাপি হিসেবে বিড়ালের এই ডাক ব্যবহার করা হয়। সংগৃহীত ছবি। 
*বিড়ালের মিউ-মিউ ডাকটি একটি সুন্দর শব্দ হিসেবে বিবেচনা করা হয়। অনেকক্ষেত্রে অস্থিসন্ধি বা পেশীর চিকিৎসায় থেরাপি হিসেবে বিড়ালের এই ডাক ব্যবহার করা হয়। সংগৃহীত ছবি। 
advertisement
10/13
*বাড়িতে বিড়াল থাকলে ইঁদুরের উৎপাত হয় না। বিভিন্ন রকম কীটপতঙ্গের উৎপাত কমে। কমে যায় সাপের উপদ্রব। সংগৃহীত ছবি। 
*বাড়িতে বিড়াল থাকলে ইঁদুরের উৎপাত হয় না। বিভিন্ন রকম কীটপতঙ্গের উৎপাত কমে। কমে যায় সাপের উপদ্রব। সংগৃহীত ছবি। 
advertisement
11/13
*বিড়াল যদি আপনি পোষেন, তাকে বাড়ি থেকে কোথাও নিয়ে যেতে বেশি অসুবিধা হয় না। আবার বিড়ালের খাবারের জন্য আপনাকে খুব বেশি খরচও করতে হবে না। সংগৃহীত ছবি। 
*বিড়াল যদি আপনি পোষেন, তাকে বাড়ি থেকে কোথাও নিয়ে যেতে বেশি অসুবিধা হয় না। আবার বিড়ালের খাবারের জন্য আপনাকে খুব বেশি খরচও করতে হবে না। সংগৃহীত ছবি। 
advertisement
12/13
*একটি পোষ্য বিড়াল আপনার একজন ভাল সঙ্গী হতে পারে। আপনার অবসর সময়ে বা একাকিত্বের সময় আপনাকে সঙ্গ দিতে পারে একটি মিশুকে বিড়াল। যা মানসিক প্রশান্তি এনে দেয় সহজেই। সংগৃহীত ছবি। 
*একটি পোষ্য বিড়াল আপনার একজন ভাল সঙ্গী হতে পারে। আপনার অবসর সময়ে বা একাকিত্বের সময় আপনাকে সঙ্গ দিতে পারে একটি মিশুকে বিড়াল। যা মানসিক প্রশান্তি এনে দেয় সহজেই। সংগৃহীত ছবি। 
advertisement
13/13
*ভারত ছাড়াও বিভিন্ন দেশে বিড়ালকে পোষ্য হিসেবে রাখা হয়। ভারতে সাদা বিড়ালকে বিশেষ গুরুত্ব দেওয়া হলেও, ভূমধ্যসাগরীয় দেশগুলিতে কালো বিড়ালকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। প্রতিবছর ৮ অগাস্ট পালিত হয় বিশ্ব বিড়াল দিবস। সংগৃহীত ছবি।
*ভারত ছাড়াও বিভিন্ন দেশে বিড়ালকে পোষ্য হিসেবে রাখা হয়। ভারতে সাদা বিড়ালকে বিশেষ গুরুত্ব দেওয়া হলেও, ভূমধ্যসাগরীয় দেশগুলিতে কালো বিড়ালকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। প্রতিবছর ৮ অগাস্ট পালিত হয় বিশ্ব বিড়াল দিবস। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement