Capricorn Horoscope 2024: মকর রাশি; দেখে নিন চলতি বছরে আপনার রাশিফল নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
- Published by:Siddhartha Sarkar
- ganesha_grace
- Written by:Chirag
Last Updated:
Capricorn Horoscope 2024: শ্রী গণেশ বলছেন, আর্থিক জীবনে ভাল অনুকূল ফল পেতে পারেন। কারণ এই সময় ব্যয় বৃদ্ধি পাবে। সঠিক পরিকল্পনা এবং কৌশলে অর্থ ব্যয় করতে হবে।
শ্রী গণেশ বলছেন, মকর রাশির জাতক-জাতিকারা অনন্য ব্যক্তিত্ব এবং জীবনযাপনের জন্য পরিচিত। এঁদের ত্বক জেল্লাদার হয়। আর চেহারার তুলনায় মুখমণ্ডল ধারালো প্রকৃতির হয়। অতিরিক্ত তথ্যের কারণে মনে দীর্ঘ সময় ধরে দুঃখ তৈরি হতে পারে। এতে উত্তেজনার উদ্রেক হবে। কাজকে নিজের জীবন হিসেবে দেখেন এঁরা আর সময়ে কাজ শেষ করতে পছন্দ করেন। নিজেদের লক্ষ্যের প্রতি সম্পূর্ণ রূপে নিবেদিত থাকেন। এঁদের মধ্যে আশ্চর্য চিন্তাভাবনা আসে। নিজের কাজ নিজেই করতে ভালবাসেন। অন্যরা নাক গলান, সেটা এঁরা চান না। এঁদের চাহিদা বেশি থাকে আর অর্থের মূল্য দিতে পছন্দ করেন।
advertisement
advertisement
প্রেম-বিবাহ: শ্রী গণেশ বলছেন, বছরের শুরুতে পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। এই সময় মায়ের স্বাস্থ্যে কিছু সমস্যা আসতে পারে। এই পরিস্থিতিতে মানসিক উদ্বেগ থাকবে। যার জেরে ঘরের পরিবেশ নেতিবাচক হয়ে যাবে। প্রেমজীবনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই সময় মেজাজ হারাতে পারেন এবং হিংস্র হয়ে উঠতে পারেন। সেটা নিয়ন্ত্রণ করা আবশ্যক।
advertisement
ব্যবসা: শ্রী গণেশ বলছেন, ব্যবসার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে। এই সময়ে কঠোর শ্রম অনুযায়ী ভাল ফলাফল পেতে পারেন। এই পরিস্থিতিতে নতুন কাজ হাতে নেওয়ার আগে পুরনো কাজ শেষ করতে হবে। নিজের কঠোর পরিশ্রম বজায় রাখতে হবে। নথিপত্রের মালিকরা সাফল্য পাবেন। চাকরি, অ্যাপার্টমেন্ট অথবা সংস্থা পরিবর্তন করতে চাইলে বছরের শুরু এবং শেষ ভাগটা তার জন্য ভাল বলে প্রমাণিত হতে পারে। সহকর্মী এবং গুরুজনদের সঙ্গে ভাল সম্পর্ক তৈরি করা উচিত।
advertisement
advertisement
স্বাস্থ্য: শ্রী গণেশ বলছেন, স্বাস্থ্য ভালই থাকবে। ভাল স্বাস্থ্যের পাশাপাশি ভাল জীবনযাপনের ধারা বেছে নিতে হবে। স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব দেখতে পাবেন। এই সময়ে পুরনো রোগ থেকে মুক্তি মিলতে পারে। বছরের শুরুতে কিছু সমস্যা তৈরি হতে পারে। যার জেরে মানসিক সমস্যার মুখোমুখি হতে পারেন। কিন্তু মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখা সম্ভব নয়।