Budh Gochar: আর কয়েকঘণ্টা... বক্রী হচ্ছে বুধ, কাঁপবে বিশ্ব-ব্রহ্মাণ্ড, ভয়ঙ্কর দুঃসময় ৪ রাশির, যেতে পারে চাকরি
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
Budh Gochar: বুধ বক্রী হতে চলেছে৷ ১৯ দিন ধরে চলছে দুঃসময়৷ কোন রাশির জন্য খারাপ সময় আসতে চলেছে
advertisement
advertisement
advertisement
মিথুন রাশিমিথুন রাশির জাতক-জাতিকাদের এই ১৯ দিন ধরে পারিবারের নানা রকম সমস্যায় জর্জরিত হতে হবে৷ এর ফলে তাণদের কর্মজীবনে নানা রকম সমস্যা আসতে পারে৷ বেশ কিছু অপ্রত্যাশিত ব্যয় হতে পারে আপনাদের৷ প্রেমিক বা প্রেমিকার সঙ্গে মনোমালিন্য হতে পারে৷ বিশেষ করে স্বাস্থ্যের দিকে এই সময়টাতে নজর দিন৷ এই সম পেট সংক্রান্ত নানা রকম সমস্যা হতে পারে৷
advertisement
advertisement
সিংহ রাশিএই রাশির জাতক-জাতিকারাও নানা ধরনের সমস্যার সম্মুখীন হবেন৷ বিশেষ করে চাকরিক্ষেত্রে সন্তোষজনক ফল লাভ করবেন না৷ ব্যবসা থাকলে, তাও এই সময়ের জন্য খুবটা অনুকূল অবস্থায় থাকবে না৷ আপনার ব্যবসার পার্টনারের সঙ্গেও সম্পর্কের অবনতি হতে পারে৷ স্বাস্থ্যের দিক থেকেও বুধের এই চলন আপনাকে ভোগাবে৷ ফলে আপনার পায়ে ব্যথা ও টানের কারণে নানা রকম সমস্যার সম্মুখীন হতে চলেছেন৷
advertisement