Budh Gochar 2024: অ্যালার্ট হয়ে যান!...চাকরি নিয়ে টানাটানি, দুর্ঘটনার সম্ভাবনা, বুধের উল্টো চালে বিপদ হতে পারে এই ৪ রাশির জাতকের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
জ্যোতিষী প্রদ্যুম্ন সুরির জানাচ্ছেন, এই সংযোগে চার রাশির জাতকজাতিকারা আগামী ৯ এপ্রিল থেকে পেশা, চাকরি, পরিবার এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারে।
জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে সাধারণত শুভ গ্রহ হিসাবেই বিবেচনা করা হয়৷ কিন্তু, বিশেষজ্ঞেরা জানাচ্ছেন বুধ যখন বক্রী অবস্থানে থাকেন, তখন তা ভাল ফল দেয় না৷ আর এই সময়কালে তো বুধের বিপরীত চালের সঙ্গে তৈরি হচ্ছে চতুর্গ্রহী যোগ৷ জ্যোতিষী প্রদ্যুম্ন সুরির জানাচ্ছেন, এই সংযোগে চার রাশির জাতকজাতিকারা আগামী ৯ এপ্রিল থেকে পেশা, চাকরি, পরিবার এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বুধ দ্বারা প্রভাবিত রাশির মানুষদের নিম্নোক্ত প্রতিকার করা উচিত৷ বুধবার বুধ গ্রহের সাথে সম্পর্কিত, তাই ওই দিন উপবাস রাখলে উপকৃত হতে পারেন৷ সবুজ রঙ বুধ গ্রহের সাথে সম্পর্কিত। বুধের সঙ্গে যুক্ত ইতিবাচক গুণ বাড়াতে বুধবার সবুজ রঙের পোশাক পরুন। গরুকে সবুজ ঘাস খাওয়ান এবং সবুজ জিনিস দান করুন। সবুজ মুগ ও কাঁচ কলা দান করতে পারেন।


