Bijoya Dashami Vastu Eating Tips: রাত পোহালেই বিজয়া দশমী! ভুলেও খাবেন না এই ১ ফল ও ৭ সবজি! অভাবে রোগে লন্ডভন্ড হবে জীবন! ভেসে যাবে সংসার!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bijoya Dashami Vastu Eating Tips: অন্যান্য মাহাত্ম্যময় দিনের মতো এই দিনেও কিছু পালনীয় আচার আচরণ এবং আহারবিধি আছে৷ এই আহারবিধি মূলত তৈরি করা হয় সুস্থতার লক্ষ্যে৷ ধীরে ধীরে এর সঙ্গে যুক্ত হয় জ্যোতিষ অনুষঙ্গ৷ মনে করা হয় এই বিধি পালন না করলে অসুস্থতার আশঙ্কা থাকে৷
বৃহস্পতিবার বিজয়া দশমী৷ সপরিবারে উমার কৈলাসে ফিরে যাওয়ার দিন৷ পরম্পরা অনুযায়ী জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন৷ আশ্বিন মাসের শুক্লাপক্ষের দশমী তিথিতে পালিত হয় বিজয়া দশমী৷ এ বছর দশমী তিথি শুরু হবে ১ অক্টোবর সন্ধ্যা ৭.০১ মিনিটে৷ এই তিথি থাকবে ২ অক্টোবর সন্ধ্যা ৭.১১ পর্যন্ত৷ উদয় তিথি অনুসারে বিজয়া দশমী পালিত হবে বৃহস্পতিবার৷
advertisement
অন্যান্য মাহাত্ম্যময় দিনের মতো এই দিনেও কিছু পালনীয় আচার আচরণ এবং আহারবিধি আছে৷ এই আহারবিধি মূলত তৈরি করা হয় সুস্থতার লক্ষ্যে৷ ধীরে ধীরে এর সঙ্গে যুক্ত হয় জ্যোতিষ অনুষঙ্গ৷ মনে করা হয় এই বিধি পালন না করলে অসুস্থতার আশঙ্কা থাকে৷ অসুস্থ হলে রোগব্যাধিতে অর্থক্ষয় হয়ে হতে পারে৷ ফলে সংসারে দেখা দিতে পারে দারিদ্য৷ তাই বলা হয় রোগ ব্যাধিকে দূরে রেখে সুস্থ থাকতে, সংসারে অর্থাগমন বজায় রাখতে আশ্বিন মাসের বিজয়া দশমী তিথিতে কিছু খাবার বর্জন করতে হবে৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement