Astrology: বাঙালির খুব প্রিয় এই সবজি, তবে ভুলেও তা কাটবেন না মহিলারা, ঘটতে পারে ঘোর বিপদ, সাবধান করছেন কাশীর জ্যোতিষী
- Published by:Rukmini Mazumder
- local18
- Written by:Trending Desk
Last Updated:
বাঙালি বাড়িতে এই সবজিটি প্রায় রোজ-ই রান্না করা হয়। তবে তা মহিলারা ভুলেও কাটবেন না।
সমস্ত সবজির মধ্যে বেশ সুস্বাদু কুমড়ো। মিষ্টি স্বাদের লোভনীয় এই সবজি থেকে নানা রকমের সুস্বাদু খাবারও তৈরি করা হয়। বিভিন্ন ধরনের তরকারিতে কুমড়ো দেওয়া যায়। এর পাশাপাশি নানা রকম জিভে জল আনা খাবারও কুমড়ো দিয়ে তৈরি হয়। মজার বিষয় হল, এক-এক জায়গায় আবার কুমড়ো এক-এক নামে পরিচিত। এই সবজিকে কুমহড়া, পেঠা, মখনাও বলেও ডাকা হয়ে থাকে। আর সবথেকে বড় কথা হল, কুমড়ো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এখানেই শেষ নয়, আবার সনাতন ধর্মেও কুমড়োর বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ এর সঙ্গে সম্পর্কিত কিছু পরম্পরা রয়েছে, যা আজকের দিনেও অনুসরণ করা হয়।
advertisement
advertisement
কাশীর জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানিয়েছেন, কুমড়োকে কাশীফল বলা হয়ে থাকে। সনাতন ধর্মে সাত্ত্বিক বলি হিসেবে নারকেল, সুপারি এবং কুমড়ো ব্যবহার করার চল রয়েছে। মূলত দেবীর যজ্ঞেই বলি দেওয়া হয় কুমড়ো। সনাতন ধর্মে বলি দেওয়ার অধিকার একমাত্র পুরুষদেরই রয়েছে। আর মহিলারা হলেন মা, তাই মহিলাদের কখনওই কুমড়ো কাটা উচিত নয়।
advertisement


