Astrology: '২৫ সালের শুরুতেই মালব্য রাজযোগ! ৩ রাশির হাতে কুবেরের ধন, টাকার বন্যা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Malavya Rajyog Rashifal: ২০২৫ সাল জ্যোতিষশাস্ত্রের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তৈরি হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজযোগ। বেশ কয়েকটি রাশির কপাল খুলে যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মীন রাশি: মীন রাশিতে শুক্র প্রবেশের কারণে ধনু রাশির জাতক জাতিকাদের জন‍্যেও ভাল সময় আসবে মালব‍্য রাজযোগে। এই রাশির চতুর্থ ঘরে রাজযোগ তৈরি হবে। সম্পত্তি কেনার সম্ভাবনা থাকবে। পৈতৃক সম্পত্তিও পাওয়া যাবে সেখানে। এছাড়া চাকরিজীবীদের বেতন বাড়তে পারে। পুঞ্জীভূত পুঁজি সম্পদও বৃদ্ধি পাবে। (দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)