Astrological Tips: পাত্রী লম্বা ও বেঁটে বর! জ্যোতিষ শাস্ত্রে এর কী বিধান রয়েছে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Astro Tips: যুগের পর যুগ ধরে কেন চলে আসছে এই নিয়ম!
বেঁটে বর আর লম্বা কনে- এরকম কী নিজের চোখে খুব বেশি দেখেছেন, চেনা-পরিচিতদের মধ্যে দেখা তো প্রায় যায়ই না, এমনকি সেলিব্রিটিদের মধ্যেও হাতে গোনা এমন জুটি দেখা যায়৷ কিন্তু কেন এমন হয়? বরের তুলনায় কনে যদি লম্বা হয়, তাহলে, প্রচলিত ধারণা অনুযায়ি সেই কনের সঙ্গে বিবাহ হওয়া নিষিদ্ধ। বেশিরভাগ পরিবারেই এই কথাকে গুরুত্ব দেওয়া হয়৷ বিয়ের সময় বাড়ির গুরুজনেরাও বিষয়টিকে গুরুত্ব দেন। দেখে নেন কনে পাত্রের চেয়ে লম্বা নয়তো! এমনকি কুণ্ডলি দেখে মিলিয়ে অনেক কিছু মিললেও পাত্রী দেখে যদি দেখা যায় সে লম্বা তাহলে সেই বিয়েই বাতিল হয়ে যায়৷ Photo- Representative
advertisement
পরম্পরায় চলতে চলতে এমন অবস্থা দাঁড়িয়েছে যে এটা কার্যত বৈবাহিক ক্ষেত্রে অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। শারীরিক গঠনের পুরুষদের শরীর লম্বা ও মহিলারা তাঁদের তুলনায় বেঁটে হলে মিলনের ক্ষেত্রে সুবিধা হয় এটাও মনে করেন অনেকেই৷ তাই যুগ যুগ ধরে দেশ -কালের সীমা পেরিয়ে সাধারণত এটাই মানা হয়৷ Photo- Representative
advertisement
advertisement
advertisement
advertisement