Budhatiya Yog: হাতে আসছে টাকা...২ সপ্তাহ দুর্দান্ত সময়! বুধাদিত্য রাজযোগে বাম্পার লাভ ৫ রাশির
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
প্রকৃতপক্ষে, ৭ জানুয়ারি রাতে, গ্রহের রাজপুত্র বুধ ধনু রাশিতে প্রবেশ করেছে। অন্যদিকে, সূর্য ইতিমধ্যে ধনু রাশিতে অবস্থান করছে। এই গোচরের ফলে সূর্য ও বুধের মিলনে তৈরি হয়েছে বুধাদিত্য রাজযোগ। যার কারণে আগামী তিন সপ্তাহ কিছু রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে।
পড়ে গিয়েছে নতুন বছর৷ আর এই নতুন বছরই রাশিচক্রের একাধিক রাশির জন্য আনতে চলেছে অত্যন্ত শুভ একটা সময়৷ জানুয়ারি মাসে একটি বিশেষ রাজযোগ তৈরি হয়েছে, যে কারণে একটি নয়, একসঙ্গে অনেক রাশির মানুষ দুর্দান্ত সুবিধা পেতে চলেছেন। প্রকৃতপক্ষে, ৭ জানুয়ারি রাতে, গ্রহের রাজপুত্র বুধ ধনু রাশিতে প্রবেশ করেছে। অন্যদিকে, সূর্য ইতিমধ্যে ধনু রাশিতে অবস্থান করছে। এই গোচরের ফলে সূর্য ও বুধের মিলনে তৈরি হয়েছে বুধাদিত্য রাজযোগ। যার কারণে আগামী তিন সপ্তাহ কিছু রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে।
advertisement
advertisement
মেষ: জ্যোতিষী জানিয়েছেন বুধাদিত্য রাজযোগের কারণে মেষ রাশির জাতকদের জীবনে সাফল্যের অনেক নতুন সুযোগ তৈরি হবে। তাঁরা বন্ধুদের সহযোগিতা পাবেন এবং তাঁদের কাজের বাধা দূর হবে। সংশ্লিষ্ট রাশির ব্যক্তির চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা থাকবে এবং শিক্ষামূলক কাজে কাঙ্খিত সাফল্য পাবেন। এই গোচরের কারণে মেষ রাশির জাতকদের ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে, বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
সিংহ রাশি: জ্যোতিষী জানাচ্ছেন, বুধাদিত্য রাজযোগের কারণে সিংহ রাশির জাতকেরা তাঁদের শিক্ষামূলক কাজে প্রচুর সাফল্য পাবেন। কোনও জায়গায় আগে থেকে বিনিয়োগ করা থাকলে সেখান থেকে বিপুল লাভের সম্ভাবনা থাকবে। তাদের বৈষয়িক সম্পদ বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সফল হবে এবং সমাজে তাঁদের সম্মান বৃদ্ধি পাবে।
advertisement
advertisement
advertisement