Astrological Remedies: মাথায় টাক পড়ে যাচ্ছে? দাঁতের ব্যথায় নাজেহাল? এই এক গ্রহকে শক্তিশালী করলেই কেল্লাফতে! জানুন জ্যোতিষ পরামর্শ

Last Updated:
Astrological Remedies: জন্মছকে বুধের দুর্বল অবস্থানের কারণে যদি কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে সমস্যায় ভোগেন, তবে এই জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকারগুলো আপনার জন্য। জেনে নিন বুধকে শক্তিশালী করার সহজ উপায় এবং জীবনের উন্নতি করুন
1/7
জন্মছকে বুধ শক্তিশালী হলে জীবনের বহু দিক থেকে আমাদের কোনও সমস্যার সম্মুখীন হতে হয় না। বিশেষ করে, কর্মক্ষেত্রে দারুণ ফলপ্রাপ্তি ঘটে। কিন্তু বুধ যদি খারাপ প্রভাব দেয় তা হলে কাজের জায়গায় ঝামেলার শেষ থাকে না।
জন্মছকে বুধ শক্তিশালী হলে জীবনের বহু দিক থেকে আমাদের কোনও সমস্যার সম্মুখীন হতে হয় না। বিশেষ করে, কর্মক্ষেত্রে দারুণ ফলপ্রাপ্তি ঘটে। কিন্তু বুধ যদি খারাপ প্রভাব দেয় তা হলে কাজের জায়গায় ঝামেলার শেষ থাকে না।
advertisement
2/7
যে মানুষের জন্মছকে বুধ খারাপ অবস্থায় থাকে, সেই মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা লোপ পায়। সেই কারণে কাজের জায়গায় বসের বকুনি খেতে হয়। সহকর্মীরাও সুযোগ বুঝে ক্ষতি করার চেষ্টা করেন।
যে মানুষের জন্মছকে বুধ খারাপ অবস্থায় থাকে, সেই মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা লোপ পায়। সেই কারণে কাজের জায়গায় বসের বকুনি খেতে হয়। সহকর্মীরাও সুযোগ বুঝে ক্ষতি করার চেষ্টা করেন।
advertisement
3/7
চুল পড়া, দাঁতে ব্যথার মতো সমস্যা দেখা দেয়। এরই সঙ্গে ব্যক্তিগত সম্পর্কেও বুধের খারাপ প্রভাব পড়ে। বুধের খারাপ প্রভাব থেকে বাঁচতে মানুন সহজ কিছু উপায়।
চুল পড়া, দাঁতে ব্যথার মতো সমস্যা দেখা দেয়। এরই সঙ্গে ব্যক্তিগত সম্পর্কেও বুধের খারাপ প্রভাব পড়ে। বুধের খারাপ প্রভাব থেকে বাঁচতে মানুন সহজ কিছু উপায়।
advertisement
4/7
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, প্রতি সপ্তাহে বুধবার করে সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বসনে বুধের মন্ত্র পাঠ করুন। এই মন্ত্র পাঠের সময় অন্য কোনও দিকে মন দেওয়া যাবে না।
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, প্রতি সপ্তাহে বুধবার করে সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বসনে বুধের মন্ত্র পাঠ করুন। এই মন্ত্র পাঠের সময় অন্য কোনও দিকে মন দেওয়া যাবে না।
advertisement
5/7
বুধবার করে সবুজ রঙের জিনিস দান করুন। সেটা সবুজ রঙের সব্জিও হতে পারে, আবার পোশাকও হতে পারে। এরই সঙ্গে গরুকে ঘাসপাতা খাওয়ান। কুপ্রভাব থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন।
বুধবার করে সবুজ রঙের জিনিস দান করুন। সেটা সবুজ রঙের সব্জিও হতে পারে, আবার পোশাকও হতে পারে। এরই সঙ্গে গরুকে ঘাসপাতা খাওয়ান। কুপ্রভাব থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন।
advertisement
6/7
বুধবার করে সবুজ রঙের জামা পরুন। কোনও শুভ কাজে যাওয়ার সময়ও সবুজ রঙের জামা পরে যেতে পারলে খুব ভাল হয়।
বুধবার করে সবুজ রঙের জামা পরুন। কোনও শুভ কাজে যাওয়ার সময়ও সবুজ রঙের জামা পরে যেতে পারলে খুব ভাল হয়।
advertisement
7/7
মহিলা ও বয়জ্যষ্ঠদের সম্মান করা বাঞ্ছনীয়। যত রাগই হোক না কেন, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না।
মহিলা ও বয়জ্যষ্ঠদের সম্মান করা বাঞ্ছনীয়। যত রাগই হোক না কেন, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না।
advertisement
advertisement
advertisement