Astro Tips For Kids: এই তারিখে জন্মানো জাতক-জাতিকারা হন একগুঁয়ে-জেদি, ভবিষ্যত অবশ্য তারকার মতো উজ্জ্বল, জ্যোতিষরা কী বলছেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Astro Tips For Kids: কোন তারিখে জন্ম, সেই হিসেবেই নির্ভর করছে শিশু কেমন চরিত্রের হবে, তাঁদের ভবিষ্যতেই বা কী লেখা থাকবে...
কারও ভবিষ্যত এবং তাঁর প্রকৃতি সম্পর্কে জানতে আমরা জাতক-জাতিকার রাশিচক্রের দিকে তাকাই। তবে শুধুমাত্র রাশিচক্রের ভিত্তিতেই নয়, সংখ্যাতত্ত্বে মূলাঙ্কের ভিত্তিতেও একজন ব্যক্তির প্রকৃতি, প্রতিভা এবং ভবিষ্যত সম্পর্কে অনেক কিছু জানতে পারা যায়। অর্থাৎ, কোন জাতক-জাতিকার জন্ম তারিখ থেকে তাঁর ব্যক্তিত্ব নির্ধারণ করা যায়।হ্যাংশুকর ক্ষেত্র ফাউন্ডেশনের সভাপতি ও জ্যোতিষী ডক্টর গৌরব কুমার দীক্ষিতের কাছ থেকে জেনে নিন কোন কোন তারিখে জন্মগ্রহণকারীরা খুব জেদি প্রকৃতির হয়… Photo- Representative
advertisement
এই তারিখে জন্মগ্রহণকারী জাতক-জাতিকারা জেদি হন৪, ১৩, ২২ এবং ৩১ নম্বর মূলাঙ্ক জন্মগ্রহণকারী ব্যক্তিরা জেদি প্রকৃতির হন। ৪ এই সব তারিখ হয়৷ তাঁদের একগুঁয়ে স্বভাবের কারণে তাঁরা অনেক সমস্যার সম্মুখীন হয়। এই লোকেরা নিজেদের ইচ্ছামত কাজ করেন। তাঁরা তাঁদের জীবনে বাইরের কারোর হস্তক্ষেপ মোটেই পছন্দ করেন না। Photo- Representative
advertisement
রাহু হল ৪ নম্বর মূলাঙ্কের শাসক গ্রহ।রাহুকে ৪ নম্বর মূলাঙ্কের শাসক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই মূলাঙ্কের লোকেরা একগুঁয়ে প্রকৃতির হয়। এঁরা খুব মেজাজি হয়। এরা নিজেদের ইচ্ছামত কাজ করে এবং কারো হস্তক্ষেপ সহ্য করে না, যার কারণে তাদের জীবনে অনেক কষ্ট করতে হয় কিন্তু শেষ পর্যন্ত তারা এতে সফলতা পায়। Photo- Representative
advertisement
advertisement
সমাজ ও রাজনীতিতে আগ্রহ থাকে৪ নম্বর মূলাঙ্কের লোকেরা সমাজ এবং রাজনীতি সম্পর্কে সমস্ত ধরণের তথ্য পেতে পছন্দ করে। তাঁরা সব কিছুতে হস্তক্ষেপ করেন, কিন্তু কেউ তাঁদের জীবনে হস্তক্ষেপ করলে তাঁরা তা সহ্য করতে পারেন না। তাঁরা নির্জনে থাকতে পছন্দ করেন। এই লোকেরা তাঁদের শার্প মন দিয়ে জীবনে সাফল্য পান এবং প্রচুর অর্থ উপার্জন করে। Photo- Representative